সুদীপ রায়চৌধুরী ও মণিরুল ইলসাম: সিঙ্গাপুর থেকে কলকাতা আসার পথে বিপত্তি। হলদিয়ামুখী জাহাজকে পাশ কাটাতে গিয়ে নদীর চড়ে আটকে গেল পণ্যবাহী জাহাজ। বিষয়টি জানাজানি হতেই হাওড়ায় নদীর পাড়ে ভিড় করেছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকরা।

বুধবার সকাল ১১ টা নাগাদ হাওড়ার চণ্ডীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে আটকে যায় একটি পণ্যবাহী জাহাজ। ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, জাহাজটিতে লেখা এমটিটি সিঙ্গাপুর। সূত্রের খবর, সিঙ্গাপুর থেকে কলকাতা আসছিল পণ্যবাহী জাহাজটি। চণ্ডীপুরের কাছে হলদিয়াগামী একটি জাহাজের সঙ্গে মুখোমুখি হয়ে যায় সেটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গাপুর ফেরত জাহাজটি নদীর চড়ে আটকে যায়। খবর পেয়েই শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস, শিয়ালদহ-নৈহাটি শাখায় ব্যহত ট্রেন চলাচল, নাজেহাল যাত্রীরা]
প্রাথমিকভাবে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানা গেলেও ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। জাহাজটি চড় থেকে সরানোর পর বিষয়টা স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।