shono
Advertisement

Breaking News

রাজস্থানের রাস্তায় স্কুটিতে অরিজিৎ, জয়সলমেরেও জিয়াগঞ্জের মেজাজে গায়ক!

দেশের এক নম্বর গায়ক হয়েও, বড্ড মাটির মানুষ অরিজিৎ।
Posted: 09:16 AM Jan 03, 2024Updated: 09:39 AM Jan 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলবে তিনি এদেশের এক নম্বর গায়ক! কে বলবে, তাঁর ঝুলিতে হাজার রেকর্ড। এতই সাধারণভাবে জীবন যাপন করেন অরিজিৎ সিং, যে অনুরাগীরা শুধু তাঁর গান শুনেই পাগল নন, বরং মানুষ অরিজিৎকেও বড্ড ভালোবাসেন। সেই অরিজিৎই এবার জিয়াগঞ্জের মেজাজে জয়সলমেরের রাস্তায় ঘুরে বেড়ালেন। বছর শেষে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজস্থানে ট্রিপে অরিজিৎ সিং। সেই ভিডিও ও ছবিই ভাইরাল সোশাল মিডিয়ায়। 

Advertisement

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে জয়সলমেরের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন অরিজিৎ। তা দেখে নেটিজেনরা আপ্লুত। নেটিজেনদের কথায়, অরিজিৎ সত্যিই মাটির মানুষ। দেশের এক নম্বর গায়ক হয়েও, বড্ড মাটির মানুষ তিনি।

[আরও পড়ুন: গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে নতুন গান বাঁধলেন ‘বাদাম কাকু’! ফের ভাইরাল ভুবন বাদ্যকর]

অরিজিতের এই ব্যবহারই তাঁর সম্পদ। ভিডিও দেখার পর এমনটাই বলছেন অনুরাগীরা। জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা।

এখন নিজের শর্তে বাঁচেন অরিজিৎ। গ্ল্যামারের অহংকার ছেড়ে জিয়াগঞ্জের ছেলে হয়েই থাকেন। তাতে তাঁর জনপ্রিয়তায় কোনও আঁচ পড়েনি।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement