সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার দুর্গাপুজোর থিমে তুলে ধরা হবে সংগীতশিল্পী কেকে’র (Singer KK) শেষ অনুষ্ঠানের দৃশ্য। উল্টোডাঙার কবিরাজ বাগানের পুজোর ৫৭তম বর্ষে এভাবেই শ্রদ্ধা জানানো হবে প্রয়াত তারকাকে। নজরুল মঞ্চের আদলে তৈরি হবে মণ্ডপ।
গত ৩১ মে নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শিল্পীর। মাত্র ৫৩ বছর বয়সে কেকে-র এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা।
[আরও পড়ুন: ‘অপরাজিত’ ছবির প্লট ছিনতাইয়ের অভিযোগ, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস]
নজরুল মঞ্চে কেকে’র অনুষ্ঠান দেখতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তী। কিন্তু জরুরি কাজ থাকায় সেই অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। শিল্পীর শেষ অনুষ্ঠান দেখতে না পাওয়ার তীব্র আক্ষেপ রয়েছে তাঁর। সেই কারণে গায়ককে শ্রদ্ধা জানাতে কবিরাজ বাগানের পুজোর থিমে কেকে-র শেষ অনুষ্ঠানের দৃশ্য ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেন।
প্রতিবছর কবিরাজ বাগানের পুজো থিম অমলবাবুই সাজান। এবারের থিম অনুযায়ী, নজরুল মঞ্চের আদলে তৈরি হবে মণ্ডপ। সেখানে কেকে’র একাধিক মূর্তি থাকবে। যা সিলিকন দিয়ে তৈরি করবেন কুমোরটুলির শিল্পী মন্টি। ইতিমধ্যেই তাঁকে মূর্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। মণ্ডপের বিভিন্ন জায়গায় বসানো থাকবে কেকে-র মূর্তি। কলকাতায় আসার আগে সেলফি পোস্ট করেছিলেন কেকে। মৃত্যুর পরে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সব মুহূর্ত ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যে ২০টি গান শেষ অনুষ্ঠানে গেয়েছিলেন কেকে, তা সবসময় বাজবে মণ্ডপে।