shono
Advertisement

Breaking News

পুজোর মুখে করোনা আক্রান্ত গায়ক কুমার শানু, মনখারাপ অনুরাগীদের

সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
Posted: 11:29 PM Oct 15, 2020Updated: 11:43 PM Oct 15, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কালো মেঘ কাটছেই না। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা মুক্তির পরের দিনই সংক্রমিত বাংলার গায়ক কুমার শানু। বৃহস্পতিবার ফেসবুক পেজে তাঁর টিম এই কথা জানিয়েছেন। তবে পরিবারের তরফে এ বিষয় কিছু জানানো হয়নি।

Advertisement

সূত্রের খবর, তিনি গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাড়িতে রয়েছেন নাকি হাসপাতালে ভরতি তা এখনও স্পষ্ট নয়। ফেসবুকে তাঁর পেজে লেখা হয়েছে, “দুর্ভাগ্যজনক খবর। সকলের প্রিয় শানুদা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলে প্রার্থনা করুন।” তবে এ নিয়ে গায়কের পরিবারের তরফে কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন : ‘রুচিবোধ’ নিয়ে খোঁচা, সুমন ঘোষের কটাক্ষের পালটা জবাব দিলেন পরিচালক সৃজিত]

করোনা আবহে একের পর এক সেলিব্রিটি করোনা আক্রান্ত হয়েছেন। কখনও অভিনেতা-অভিনেত্রী তো কখনও গায়করা। চলতি সপ্তাহেই করোনা সংক্রমিত হয়েছেন ফুটবলের দুনিয়ার মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। আবার রূপালি পর্দার ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়ও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও আপাতত তিনি করোনামুক্ত। কুমার শানুপ খুব দ্রুত করোনা মুক্ত হবেন বলেই প্রার্থনা করছেন তাঁর অনুরাগীরা। 

[আরও পড়ুন : ফের নক্ষত্রপতন, প্রয়াত দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া]

উল্লেখ্য, স্টার জলসার সুপারস্টার জুনিয়র বলে একটা অনুষ্ঠানের জাজ ছিলেন কুমার শানু। এবছর সুপার সিঙ্গার বড়দের প্রতিযোগিতায় তাঁর থাকার কথা থাকলেও শেষঅবধি তাঁকে সেখানে দেখা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement