shono
Advertisement

বেলাগাম বৃদ্ধি অব্যাহত, দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৬১ হাজারেরও বেশি

মৃতের সংখ্যা পেরল ৪২ হাজার। The post বেলাগাম বৃদ্ধি অব্যাহত, দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৬১ হাজারেরও বেশি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:05 AM Aug 08, 2020Updated: 10:19 AM Aug 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্ট মাসে ব্রাজিল-আমেরিকাকে টপকে করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে ভারত। স্রেফ গত ৯ দিনে দেশে ৫ লক্ষের বেশি মানুষ COVID-19 সংক্রমিত হয়েছেন। সংক্রমণের সেই বেলাগাম গতি অব্যাহত থাকল শনিবারও। এদিন নতুন করে প্রায় সাড়ে ৬১ হাজার মানুষ করোনা সংক্রমিত হলেন।

Advertisement

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় হাজারখানেক কম। তবে গত ১০ দিনে দেশে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই দশদিনে প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ সংক্রমিত। এবার একলাফে সেই সংখ্যা আরও বাড়ল। ফলে দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন। 

[আরও পড়ুন: বেলাগাম সংক্রমণের মাঝেই স্কুল খুলতে চায় কেন্দ্র! শুরু প্রস্তুতি]

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯৯৩ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ৫১৮ জন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় ২ কোটি ৩৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে প্রায় ৬ লক্ষ মানুষের।

The post বেলাগাম বৃদ্ধি অব্যাহত, দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৬১ হাজারেরও বেশি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement