shono
Advertisement

Jyotipriya Mallick: ‘স্যর, আমাকে বাঁচতে দিন’, ভারচুয়াল শুনানিতে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক।
Posted: 02:21 PM Nov 16, 2023Updated: 04:43 PM Nov 16, 2023

অর্ণব আইচ: ইডি হেফাজতে থাকাকালীন বারবার নিজেকে অসুস্থ বলে দাবি করেছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বাম হাত ও পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলেন। মৃত্যুর আশঙ্কাও করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী। বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারের রিপোর্টেও তাঁকে ‘আনফিট’ বলেই উল্লেখ করা হয়েছে। সে কারণে সশরীরে আদালতে হাজিরাও দিতে পারেননি তিনি। ভারচুয়াল শুনানিতে কাতর আর্জি জ্যোতিপ্রিয়র। বললেন, “স্যর, আমাকে বাঁচতে দিন।” এই আবেদনের পরেও জেল হেফাজতেই মন্ত্রী। আগামী ৩০ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। 

Advertisement

জ্যোতিপ্রিয় মল্লিককে বিচারক এদিন প্রশ্ন করেন, “কী সমস্যা হচ্ছে আপনার?” উত্তরে ধৃত মন্ত্রী বিস্তারিতভাবে তাঁর শারীরিক অবস্থার কথা জানান। বলেন, “আমি আইনজীবী। কলকাতা হাই কোর্ট ও ব্যাঙ্কশাল কোর্টের সদস্য। পায়ের সমস্যা হচ্ছে। সাড়ে তিনশোরও বেশি সুগার। হাত-পা কাজ করছে না।” এর পরই বিচারকের কাছে কাতর আর্জি তাঁর, “স্যর, আমাকে বাঁচতে দিন।” তাঁকে কার্যত থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করেন বিচারক। বলেন, “আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং আদালতের এক্তিয়ার সম্পর্কে অবগত। একজন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত।”

[আরও পড়ুন: কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ]

জ্যোতিপ্রিয়র আইনজীবীও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। বলেন, “উনি সুস্থ নন। কিডনি ক্ষতিগ্রস্ত। সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানান বিচারক। সেলে খাট এবং টেবিল দেওয়ার আবেদন জানানো হয়। যদিও বিচারক বলেন, “সেটা জেলের এক্তিয়ার।” এদিকে, জ্যোতিপ্রিয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরার অনুমতি পায় ইডি।  

[আরও পড়ুন: ডায়মন্ড হারবারে শুটআউট, ভাইফোঁটায় দিদির শ্বশুরবাড়িতে গিয়ে খুন ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement