সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধনের সময়ে একসঙ্গে পায়ে হেঁটে অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিলেন টেলিপর্দার রাম, সীতা এবং লক্ষ্মণ। যে দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীদের চোখ ছাপিয়ে গড়িয়ে পড়েছিল আনন্দাশ্রু! এবার নতুন 'রামায়ণ'-এর সাক্ষী থাকবেন মীরাটের (Meerut) বাসিন্দারা। কীভাবে? 'রাম'কে সাংসদের সিংহাসনে বসাতে সেখানকার মানুষদের কাছে ভোট প্রার্থনা করতে যাবেন খোদ লক্ষ্মণ-সীতা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রাম অরুণ গোভিলের (Arun Govil) হয়ে মীরাটে ভোট চাইবেন সীতা দীপিকা চিখলিয়া এবং লক্ষ্মণ সুনীল লহরী। মঙ্গলবারই উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পদ্মপ্রার্থী অরুণ। সেখানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ ময়ূরা এবং আঞ্চলিক সভাপতি সতেন্দ্র শিশোদিয়া। অরুণ গোভিলের মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই 'রাম'কে শুভেচ্ছা জানিয়েছেন 'সীতা' দীপিকা চিখলিয়া। দীপিকার মন্তব্য, "আমাদের সকলের শুভেচ্ছা ওঁর সঙ্গে রয়েছে। আমাদের দীর্ঘদীনের বন্ধুত্ব। এই তো রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানেও আমরা একসঙ্গে ছিলাম। অবশ্যই গোভিলের হয়ে প্রচার করব। ও তো আমাদের খুব ভালো বন্ধু।" লক্ষ্মণ সুনীল লহরীও সীতার সিদ্ধান্তে সায় দিয়ে জানিয়েছেন, "বন্ধুর জন্য ভোট চাইতে কোনও অসুবিধে নেই আমার।"
রামরাজ্যেই প্রার্থী হয়েছেন খোদ ‘রাম’। বিজেপি ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়েছে যে, উত্তরপ্রদেশে ৮০টি আসনই তাঁদের হবে। আর সেই প্রেক্ষিতেই ভোটবাক্স ভারী করতে জনপ্রিয় তারকামুখকে মীরাট থেকে প্রার্থী করল গেরুয়া শিবির। প্রার্থী হয়েই অরুণ বলেছেন, “নরেন্দ্র মোদিজিকে অসংখ্য ধন্যবাদ। আমি ওঁর প্রতি এবং নির্বাচনী কমিটির প্রতি আমি কৃতজ্ঞ। যাঁরা আমাকে এই বড় দায়িত্বের জন্য মীরাটের বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির মান রাখার জন্য আমি সর্বৈব চেষ্টা করব। জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার মেটানোর চেষ্টাও করব। জয় শ্রী রাম।”
[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]
আটের দশকে রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ টেলিপর্দায় রাম চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। তার পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সিনেমা, ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে রাম অবতারেই এখনও দর্শকদের মনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। ভোট বৈতরণী পেরতে সেই অভিনেতার কাঁধে দায়িত্ব সঁপেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, সীতার ভূমিকায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন দীপিকা চিখলিয়া। আজও অনুরাগীদের কাছে তিনি গেরুয়াধারী 'সীতা মা'। লক্ষ্মণের চরিত্রে সুনীল লহরীও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। টেলিপর্দার সেই সুপারহিট জুটিকেই এবার মীরাট কেন্দ্রে দেখা যাবে বিজেপির হয়ে ভোট প্রচার করতে।