সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার সকালে ঝাড়খণ্ডে জামশেদপুরের (Jamshedpur) পথে তীব্র গতিতে ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি। তাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার ভোর পাঁচটা নাগাদ জামশেদপুরের বিষ্টুপুর থানার সার্কিট হাউস স্কোয়ারের কাছে একটি গাড়ি তীব্র গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে প্রথমে। এর পর সেটি খানিক দূরের একটি খুটিতে ধাক্কা মেরে উলটে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরাই প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। জামশেদপুরের সিনিয়র পুলিশ সুপার কৌশল কিশোর জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। দ্রুত আহত ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
[আরও পড়ুন: রেকর্ড গড়ে সূর্য নমস্কারের বর্ষবরণ গুজরাটে, রাজ্যের নজির দেখে উচ্ছ্বসিত মোদি]
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, নাকি বেপরোয়া গতির জেরেই প্রাণ গেল ছ-জনের! সব দিক বিবেচনা করছেন তদন্তকারীরা। আহতরা খানিক সুস্থ হলেই বয়ান নেওয়া হবে।