সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সব প্রান্তেই কড়া হাতে জঙ্গি দমনে লেগে পড়েছে সেনাবাহিনী৷ শুক্রবার অসমে সেনার গুলিতে নিহত হয়েছে ছয় জঙ্গি৷ এদিন সকালে কার্বি আনলং জেলায় এক পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ প্রথমে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ তারপর গুলি চালাতে শুরু করে৷ পাল্টা উত্তর দেন ভারতীয় জওয়ানেরাও৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ৬ জঙ্গির মৃত্যু হয়৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত একটা নাগাদ বোকাজান পুলিশ ফাঁড়িতে হামলা চালায় জঙ্গিরা৷ পুলিশের তরফে প্রাথমিকভাবে তাদের মোকাবিলা করা হয়৷ তারপর খবর দেওয়া হয় আধা সামরিক বাহিনীকে৷ এই হামলায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ পুলিশ সুপার জানিয়েছেন, এরপরই গোটা এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও মজবুত করা হয়েছে৷ প্রতিটি এলাকায় নতুন করে পুলিশ পিকেট বসেছে৷ প্রতি মুহূর্তের খবর পাঠানো হয় দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷
শ্রীনগরে যখন ধারাবাহিক পাক মদতপুষ্ট জঙ্গি হামলা চলছে, তখন অসমে এই নাশকতা নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চিন্তিত৷ এদিন ছয় জঙ্গিকে নিকেশ করলেও পরিস্থিতি নিয়ে অসম প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন দিল্লির আধিকারিকরা৷ হামলার সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের কোনও যোগ আছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷
মহারাষ্ট্রে সন্দেহভাজনের ঘোরাঘুরি, কাশ্মীরে নাশকতা, দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে হামলার সতর্কতার মধ্যে এদিন অসমের জঙ্গি হামলা ফের নতুন করে উত্তেজনা তৈরি করল৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, নিরাপত্তারক্ষীদের নজর ঘোরাতে অসমে হামলা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ যদিও অসম পুলিশ প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে, গোটা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে৷
The post অসমে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি appeared first on Sangbad Pratidin.