সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধঘুম নেশায়, প্রেমের ছোঁয়ায় ভিজিয়ে দেয় ‘বিবি’র মন। শরীরের বাঁধন ভেঙে লুটিয়ে পড়ে মনের মানুষের বুকে। যেখানে চিন্তা নেই, ভাবনা নেই, আছে শুধু ভালবাসা। ভালবাসার এই সুরেই ফের সাহসী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রতীম ডি গুপ্তর ‘সাহেব বিবি গোলাম’-এর নতুন গানে নিজেকে মোহময়ী রূপে মেলে ধরেছেন নায়িকা।
Advertisement
অনুপম রায়ের সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এলোমেলো জীবনের এই ছন্দ এগিয়ে নিয়ে গিয়েছে সাহেব, বিবি ও গোলামের কাহিনী।
The post ফের সাহসী অবতারে ‘বিবি’ স্বস্তিকা appeared first on Sangbad Pratidin.