সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের ফল প্রকাশের আগেই উত্তর-পূর্বের দুই রাজ্যে গেরুয়া ঝড়। লোকসভার সঙ্গেই অরুণাচল এবং সিকিমে বিধানসভা ভোটগ্রহণ হয়। রবিবার ভোটগণনা। গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ড বলছে, দুই রাজ্যেই গেরুয়া ঝড়। অরুণাচলে ইতিমধ্যে ৪৩ আসনে এগিয়ে বিজেপি। সিকিমেও বিরোধীদের মাটি ধরিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ জোটসঙ্গী সিকিম ক্রান্তিকারী মোর্চা তথা এসকেএম। তারা ৩২টির মধ্যে ৩১টি আসনে এগিয়ে রয়েছে।
১৯ এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন ছিল। সে দিনই উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যে অরুণাচল ও সিকিমে বিধানসভায় ভোটগ্রহণ হয়। আজ সেখানে ভোটগণনা। অরুণাচলে মোট ৬০টি আসন। ম্যাজিক ফিগার ৩১। অর্থাৎ সরকার গঠন করতে হলে অন্তত ৩১ আসনে জয় প্রয়োজনে। এর মধ্যে ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। বাকি ৫০ আসনে ভোট হয়। সকাল ৬টা থেকে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ট্রেন্ড বলছে, মোট আসনের মধ্যে ৪৩ আসনে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দল। বিজেপির 'বন্ধু' কনরাড সাংমার দল এনপিপির ঝুলিতে যাচ্ছে আটটি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন পেমা খান্ডুই। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এবারও তিনিই যে মুখ্যমন্ত্রী পদে বসছেন, তা একপ্রকার নিশ্চিত।
[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস রিয়ালের, বরুশিয়াকে উড়িয়ে দুরন্ত জয় পেলেন ভিনিসিয়াসরা]
শুধুমাত্র অরুণাচল নয়, বিধানসভা ভোট হয় বাংলার পড়শি রাজ্য সিকিমেও। সেখানেও এনডিএ শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চা ক্ষমতায় ফিরছে। প্রাথমিক ট্রেন্ডে তেমনই ইঙ্গিত। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট সিকিমের ৩২টির মধ্যে ৩০টিতেই জিতেছিল। এবার ৩১ আসনে এগিয়ে তারা। জোট শরিক খাতা খুললেও একটিও আসন পায়নি বিজেপি। সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ঝুলিতে যাচ্ছে একটি আসন। তবে পিছিয়ে রয়েছে এসডিএফ প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়াও।