shono
Advertisement

Breaking News

শুধু তোয়ালে গায়েই ক্যামেরার সামনে এলেন ক্যাটরিনা

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেই বিস্ফোরক ছবি নায়িকার৷ The post শুধু তোয়ালে গায়েই ক্যামেরার সামনে এলেন ক্যাটরিনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:13 PM Apr 28, 2017Updated: 03:51 PM Apr 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে অনেকদিন আগেই ইতি পড়েছে৷ ‘জগ্গা জাসুস’-এর মুক্তিও পিছিয়ে গিয়েছে৷ বহুদিন সাফল্যের দেখা নেই ক্যাটরিনার কেরিয়ারে৷ কিন্তু এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন বলি-বিউটি৷ তাই পুরনো বন্ধু সলমনের হাতই ফের ধরেছেন তিনি৷ ‘টাইগার জিন্দা হ্যায়’র সূত্র ধরেই ফের বলিউডের আকাশে নিজের স্থান খুঁজতে মরিয়া ক্যাট৷

Advertisement

[বউমার প্রেমে হাবুডুবু খেয়ে শেষে কিনা এই কাজ করলেন কাকাশ্বশুর!]

এরই প্রমাণ মিলল সাম্প্রতিক ফটোশুটে৷ যা ‘ফিতুর’ গার্ল করলেন প্রখ্যাত পেরুভিয়ান ফ্যাশন ফটোগ্রাফার মারিও টেস্টিনোর জন্য৷ মারিওর ক্যামেরার সামনে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে হাজির হয়েছিলেন ক্যাটরিনা৷ সাদা-কালো সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ফটোগ্রাফার নিজে৷ নাম দিয়েছেন ‘টাওয়েল সিরিজ ১৩৫’৷

TOWEL SERIES 135, KATRINA KAIF. #TowelSeries #MarioTestino @KatrinaKaif

A post shared by MARIO TESTINO (@mariotestino) on

ফটোগ্রাফারের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন ক্যাট৷ ক্যাপশনে ধন্যবাদ দিয়েছেন প্রখ্যাত ফটোগ্রাফারকে৷ ছবিটি এতটাই তাঁর পছন্দ হয়েছে যে মারিওকে ফের ফটোশুটেরও আহ্বান জানিয়েছেন নায়িকা৷ তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যার ফটোশুট করলেন পেরুভিয়ান ফ্যাশন ফটোগ্রাফার৷

[সুকমা হামলার জন্য রাজনাথকে দুষলেন এই জওয়ান, ভাইরাল ভিডিও]

প্রসঙ্গত, সদ্য ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেছেন ক্যাটরিনা৷ গুণে গুণে মাত্র দু’টি ছবি রয়েছে তাঁর প্রোফাইলে৷ আগের ছবিটিতেও নজর কাড়তে বাধ্য৷ যাতে সমুদ্রের তীরে খোশমেজাজে বসে রয়েছেন নায়িকা৷

new beginnings … coming from my happy place #helloinstagram

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

The post শুধু তোয়ালে গায়েই ক্যামেরার সামনে এলেন ক্যাটরিনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement