সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ কিলোমিটার পথ। তার ওপর অমন খটখটে চাঁদিফাটা রোদ্দুর। পা পড়লেই ফোস্কা পড়তে বাধ্য। তবু মানত যখন করেছেন, যেতে তো হবেই। তাই ভোর থাকতেই সিদ্ধিবিনায়ক মন্দিরের উদ্দেশে বেড়িয়ে পড়েছিলেন স্মৃতি ইরানি। সঙ্গে নিয়েছিলেন পুরনো বান্ধবী আর প্রযোজক একতা কাপুরকে।
মুম্বইয়ে স্মৃতি ইরানির বাড়ি থেকে সিদ্ধিবিনায়ক মন্দিরের দূরত্ব ১৪ কিলোমিটার। সোমবার ভোর রাতে সেখান থেকে পায়ে খালি পায়ে মন্দিরের উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে নেন দীর্ঘদিনের বান্ধবী তথা প্রযোজক একতা কপুর এবং তাঁর চারমাসের শিশুপুত্র রবিকেও। খালি পায়ে ওই দীর্ঘ রাস্তা পেরিয়ে মন্দিরে পুজো দিয়েই আমেঠিতে জয়ের প্রথম সেলিব্রেশন করলেন স্মৃতি ইরানি। দর্শন সেরে ফিরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্মৃতির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন একতা। আর তারই ক্যাপশনে লেখেন, ‘১৪ কিলোমিটার হেঁটে সিদ্ধিবিনায়ক যাত্রার পর আমাদের চেহারার দীপ্তি।’
[ আরও পড়ুন: ‘বিদেশি’ চিহ্নিত কারগিল যুদ্ধের সেনা! অসমের ডিটেনশন ক্যাম্পে সানাউল্লাহ ]
প্রসঙ্গত, এবছর আমেঠি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন স্মৃতি। আমেঠি মূলক কংগ্রেসের খাসতালুক হিসে্বে পরিচিত। এখান থেকে বরাবরই বড় অঙ্কের মার্জিনে জয়লাভ করে কংগ্রেস। কিন্তু এবছর ব্যক্তিক্রম। রাহুল গান্ধীকে বিপুল ভোটে হারিয়ে আমেঠি কেন্দ্রটি কংগ্রেসের থেকে কার্যত ছিনিয়ে নেন স্মৃতি। এই লড়াইয়ের ফলস্বরূপ আজ পুরস্কারও পেতে পারেন স্মৃতি। ইতিমধ্যেই তাঁর কাছে ফোন গিয়েছে অমিত শাহর। শোনা যাচ্ছে এবারও মন্ত্রিসভায় স্থান হতে পারে তাঁর। তবে কোনও মন্ত্রকের দায়িত্ব তাঁর উপর বর্তাবে, তা এখনও ধোঁয়াশা। সন্ধেবেলা ঘোষণার পরই তা পরিষ্কার হবে। তখনই স্পষ্ট হবে মোদি পরিচালিত দ্বিতীয় এনডিএ সরকারের মন্ত্রিসভার ছবিটা৷
[ আরও পড়ুন: জেটলির অসুস্থতা ফেরাচ্ছে পারিকরের স্মৃতি, এগোল প্রাক্তন অর্থমন্ত্রীর ছেলের বিয়ে ]
The post খালি পায়ে ১৪ কিমি হেঁটে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন স্মৃতি appeared first on Sangbad Pratidin.