shono
Advertisement

জয়ের পরই চরম পরিণতি, গুলিতে ঝাঁজরা স্মৃতি ইরানির প্রচারসঙ্গী

রাতদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা৷ The post জয়ের পরই চরম পরিণতি, গুলিতে ঝাঁজরা স্মৃতি ইরানির প্রচারসঙ্গী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM May 26, 2019Updated: 04:23 PM May 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়ের পরই খুন! গুলিতে ঝাঁজরা আমেঠির বিজয়ী হেভিওয়েট প্রার্থী স্মৃতি ইরানির  প্রচারসঙ্গী সুরেন্দ্র সিং৷ রবিবার রাতে উত্তরপ্রদেশের বারাউলিয়া গ্রামে তাঁর বাড়িতে ঢুকে সামনে থেকে গুলি চালায় একদল দুষ্কৃতী৷ ওই অবস্থায় তাঁকে লখনউয়ের হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় এই বিজেপি নেতার৷ খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ না কি অন্য কিছু, তা নিয়ে এখনও ধোঁয়াশায় উত্তরপ্রদেশ পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷

Advertisement

[আরও পড়ুন: আরও বিপাকে রাজীব কুমার, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি অভিবাসন দপ্তরের]

আমেঠির পুলিশ সুপার রাজেশ কুমারের কথায়, ‘রাত প্রায় তিনটে নাগাদ তাঁর বাড়িতে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা৷ আমরা কয়েকজন সন্দেহভাজনকে জেরা করে আসল বিষয়টা বোঝার চেষ্টা করছি৷ এটা কোনও পুরনো শত্রুতা থেকেও হতে পারে৷ রাজনীতির বিষয়টাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷’ দীর্ঘকাল কংগ্রেসের দখলে থাকা আমেঠির মতো গুরুত্বপূর্ণ আসনটি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে ছিনিয়ে নিয়েছেন বিগত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ আর তাতে বেশ বড়সড় ভূমিকা ছিল এই সুরেন্দ্র সিংয়ের৷ সর্বক্ষণ স্মৃতির প্রচারসঙ্গী ছিলেন সুরেন্দ্র৷

২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রকল্প ‘সাংসদ আদর্শ গ্রাম যোজনা’য় উত্তরপ্রদেশের বারাউলিয়া গ্রামটি দত্তক নিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী মনোহর পারিকর৷ সেই গ্রামের প্রধান হিসেবে ছিলেন সুরেন্দ্র সিং৷ পরবর্তী সময়ে বিজেপি নির্বাচনী প্রচারের জন্য নির্বাচিত হওয়ায় বারাউলিয়া গ্রামের প্রধানের পদটি ছেড়ে দেন৷ নেমে পড়েন নির্বাচনী প্রচারে৷ তাঁর মূল দায়িত্ব ছিল, স্মৃতি ইরানির হয়ে বিভিন্ন সভা, মিছিল, বৈঠকের আয়োজন করা৷ সেই কাজে তিনি যে বেশ সফল, তার প্রমাণ আমেঠি কেন্দ্র কংগ্রেসের থেকে স্মৃতি ইরানির ছিনিয়ে নেওয়া৷ শুধু তাইই নয়, বড়সড় ব্যবধানেই রাহুল গান্ধীকে হারিয়ে জয়ী হয়েছেন স্মৃতি৷

[আরও পড়ুন:অন্ধ্রপ্রদেশে আজব ফল, কংগ্রেস ও বিজেপির থেকে বেশি ভোট পড়ল নোটায়!]

কিন্তু এসবের পরই সুরেন্দ্রর জীবনে নেমে এল চরম পরিণতি৷ ভোটের ফলপ্রকাশের দিন দুই কাটতে না কাটতেই আততায়ীদের গুলিতে খুন হলেন তিনি৷ যদিও কারণ নিয়ে সংশয়ে খোদ পুলিশ৷ পুরনো পারিবারিক বিবাদের পাশাপাশি রাজনৈতিক কারণে খুন কি না, সেদিকটিও খতিয়ে দেখছে পুলিশ৷

সুরেন্দ্র সিং-এর মৃত্যুর খবর পেয়ে রবিবারই আমেঠি যান স্মৃতি ইরানি। তারপর বিকেলে দলীয় কর্মীর শেষযাত্রায় অংশ নেন তিনি। অন্যদের সঙ্গে সুরেন্দ্র-এর দেহ বয়ে নিয়েও যেতে দেখা যায় তাঁকে।

The post জয়ের পরই চরম পরিণতি, গুলিতে ঝাঁজরা স্মৃতি ইরানির প্রচারসঙ্গী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement