সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা ঘোড়ায় চেপে ছাদনাতলায় আগমণ জামাইয়ের। শাশুড়ি স্মৃতি ইরানি শঙ্খ বাজাচ্ছেন। পাঞ্জাবি গানে নেচে উঠেছেন ছেলের পরিবার। সব মিলিয়ে স্মৃতি ইরানির মেয়ে শ্যানেলের বিয়েতে রাজকীয় আয়োজন। বৃহস্পতিবার রাজস্থানে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাত্র অর্জুন ভাল্লার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন শ্য়ানেল।
২০২১ সালে শ্যানেলের সঙ্গে বাগদান সারেন অর্জুন। অবশেষে তাঁদের চার হাত এক হবে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। সব মিলিয়ে মোট ৫০ জনকে বিয়ের (Smriti Irani Daughter Wedding) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
স্মৃতি ইরানির স্বামী জুবিনের প্রথম বিয়ের সন্তান শ্যানেল। তবে শ্যানেলকে বরাবর নিজের সন্তান বলেই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাই মেয়ের বিয়ের যাবতীয় আয়োজন নিজেই করেছেন তিনি। ৭ ফেব্রুয়ারি থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তবে ব্যস্ততার কারণে একদিন পরে বিয়েতে যোগ দিয়েছেন স্মৃতি। সড়কপথেই রাজস্থান পৌঁছেছেন তিনি। ৫০০ বছর পুরনো খিমসার ফোর্টে বিয়ের আসর বসেছে।
[আরও পড়ুন: ‘বিয়ের সানাই বাজছে…’, কনের সাজে ছবি পোস্ট করে লিখলেন স্বস্তিকা! ব্যাপারটা কী? ]
তবে এই কেল্লাকে এখন হোটেলে পরিবর্তন করা হয়েছে। বিজেপি নেতা গজেন্দ্র সিং এই হোটেলের মালিক। সেখানেই ৯ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধলেন কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা শ্যানেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁদের বাগদান হয়। নিজের ইনস্টাগ্রামে মেয়ের বাগদানের কথা ঘোষণা করেছিলেন স্মৃতি। তবে বিয়ে সম্পর্কে সেভাবে কিছু জানাননি কেন্দ্রীয় মন্ত্রী।
প্রসঙ্গত, মুম্বইয়ের ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন শ্যানেল। তারপরে ওয়াশিংটনের জর্জটাউন ল কলেজ থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। মায়ের পদাঙ্ক অনুসরণ করে কিছুদিন অভিনয় করেছেন শ্যানেল। পরে অবশ্য রাজনীতিতেই মন দেন। অন্যদিকে কানাডাবাসী অর্জুন অ্যাপলের মতো সংস্থায় কাজ করেছেন।