shono
Advertisement

সোহার হাতে ঘণ্টা, স্বামী কুণাল বাজালেন শঙ্খ! শিবরাত্রির পুজো সারলেন শর্মিলাকন্যা

পুজোর ভিডিও দেখে অভিনেত্রীর প্রশংসায় নেটিজেনরা।
Posted: 02:18 PM Mar 01, 2022Updated: 02:28 PM Mar 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই শিবের আরাধনায় মেতে উঠেছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি মেতে উঠেছেন শিবের পুজোয়। বাদ পড়লেন না শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান। শঙ্খ বাজিয়ে, আরতি করে শিবপুজোয় অংশ নিলেন  সোহা। সঙ্গে ছিলেন স্বামী কুণাল খেমু ও মেয়ে ইনায়া।

Advertisement

ইনস্টাগ্রামে সেই পুজোরই ভিডিও শেয়ার করেছেন কুণাল খেমু (Kunal Khemu)। যেখানে দেখা গিয়েছে, সোহার মেয়ে ইনায়া শিবপুজো করছেন। শুধু তাই নয়, গোটা পরিবারই একসঙ্গে ঠাকুর ঘরে বসে শিব আরাধনা করছেন। শুধু পুজো নয়, পাত পেরে ভোগও খেয়েছেন সোহা (Soha Ali Khan) ও কুণাল।

[আরও পড়ুন: ছয় আঙুলের লোকরা সাবধান! ‘লকআপে’ ঢুকেই হৃতিককে খোঁচা কঙ্গনার]

২০০৯ সালে সোহা ও কুণালের প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব ও প্রেম। ২০১৪ সালে প্যারিসে সোহার আঙুলে আংটি পরান কুণাল খেমু ২০১৫ সালে সাত পাকে বাঁধা পরেন এবং তারপর ২০১৭ সালে সন্তান ইনায়ার জন্ম হয়।

তবে শুধুই সোহা আলি খান নয়, শিবের আরাধনায় মাতলেন হৃতিক রোশনের বাবা ও মা। পানভেলের মন্দিরে পৌঁছে পুজো দিলেন রাকেশ রোশন।

সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করে শিবরাত্রির শুভেচ্ছা জানালেন, অমিতাভ বচ্চন, অজয় দেবগণ, মৌনি রায়। 

 

[আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তী, হতে পারে হাজতবাস! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement