সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে শুরু থেকেই সোচ্চার সোহিনী সরকার। 'রাত দখলে'র অভিযানেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। এবার পয়লা সেপ্টেম্বরের 'মহামিছিল'-এর ১১ দাবির কথা জানালেন অভিনেত্রী। "আমরা তিলোত্তমা, আমাদের দাবি" শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।
সোহিনীর শেয়ার করা এই পোস্টেই ১১টি দাবির কথা জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে ---
১) সিবিআইকে আর জি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক-বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সময়ের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের দায়িত্বহীনতা এবং সেই সময়ে ঘটনাস্থলে তথ্য-প্রমাণ নষ্টের চেষ্টার জন্য তাকে ও বাকি দোষীদের অবিলম্বে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও খুনের নিরপেক্ষ ও দ্রুত বিচার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২) শুধুমাত্র স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে নয়, সমস্ত সরকারি দপ্তরের সিন্ডিকেটরাজ সমূলে উপড়ে ফেলতে হবে।
৩) দিনে ও রাতে যেকোন সময়ে, গণপরিসরে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের চলাচলের সুরক্ষা ও সমান অধিকার চাই।
[আরও পড়ুন: ‘আর কবে?’, নবান্ন অভিযানের দিনই সোশাল মিডিয়ায় অরিজিতের গানের ভিডিও ]
৪) নিয়ন্ত্রণ নয়, নজরদারি নয়, কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের সমমর্যাদা চাই।
৫) স্কুলপাঠ্যে লিঙ্গ-সাম্যর (Gender Equality) এবং মানবাধিকার (Human Rights) বিষয়গুলিকে আবশ্যক করতে হবে।
৬) প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আই সি সি (Internal Complaints Committee) ও স্থানীয় এলাকায় এল সি সি (Local Complaints Committee) করতে হবে এবং তা নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে হবে।
৭) রাজ্যে সর্বত্র সুলভ শৌচাগার ও সুরক্ষিত গণ পরিবহন ব্যবস্থা চালু রাখতে হবে ২৪ ঘন্টা।
৮) রাতে হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রে নারী ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের জন্য সুরক্ষিত বিশ্রামাগার চাই।
৯) ফাস্টট্র্যাক কোর্টের মাধ্যমে অমীমাংসিত ধর্ষণ ও যৌন হেনস্থার কেসগুলির অতি দ্রুত মীমাংসা করতে হবে।
১০) 'ভিকটিম ব্লেমিং' কাকে বলে, স্পষ্ট করে জানাতে হবে ও সেটিকে আইনের আওতায় আনতে হবে।
১১) সর্বোপরি, জুনিয়র ডাক্তারদের দাবি নিঃশর্তভাবে মানতে হবে।
উল্লেখ্য, পয়লা সেপ্টেম্বর দুপুর তিনটে নাগাদ এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। তা শুরু হবে কলেজ স্ক্যোয়ার থেকে। আর শেষ হবে ধর্মতলায় পৌঁছে। 'Join US' হ্যাশট্যাগ দিয়ে তাতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন সোহিনী।