shono
Advertisement

আরও জঙ্গি নিকেশ করুক ভারত, মোদির কাছে আর্জি শহিদ-পত্নীদের

দেবীপক্ষর প্রায় সূচনামুহূর্তে এদিন যেন কার্যত যুদ্ধংদেহি অবতারে শহিদ-পত্নীরা। The post আরও জঙ্গি নিকেশ করুক ভারত, মোদির কাছে আর্জি শহিদ-পত্নীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Sep 30, 2016Updated: 04:00 PM Sep 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই হোক সামনাসামনি! পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি থাক। যারা চোরের মতো হামলা করছে, তাদের নিকেশ করা হোক। এবার এমন হুংকারই এল ভারতের বীর শহিদদের পরিবারের তরফে। পাকিস্তানি জঙ্গিদের খতম করার ডাক দিলেন স্বয়ং শহিদদের স্ত্রীরাই। উরি হামলায় নিহত ভারতীয় সেনাবাহিনীর সদস্য হাবিলদার অশোক কুমার সিংয়ের স্ত্রী সঙ্গীতা দেবী স্পষ্ট বলে দিলেন, তিনি চান ভারতীয় সেনাবাহিনী যেন পাকিস্তানে প্রবেশ করে জঙ্গি নিকেশ করে। শুধু তাই নয়, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সইদকে হত্যা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জিও জানালেন তিনি। সঙ্গীতা দেবীর দাবি, ওসামা বিন লাদেনকে যেমন বিশেষ অপারেশন চালিয়ে তার দেশেই হত্যা করা হয়েছিল ৯/১১ হামলার জন্য, হাফিজ সইদকেও যেন একইভাবে হত্যা করা হয়। প্রসঙ্গত, তাঁর পুত্র এবং ভাইপো দুজনেই ভারতীয় সেনাবাহিনীর সদস্য। আর তাই ভারতীয় সেনার সাফল্যে তৃপ্তি পেয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে ভারতীয় সেনার সাফল্যের জন্য ধন্যবাদও জানিয়েছেন।

Advertisement

দেবীপক্ষর প্রায় সূচনামুহূর্তে এদিন যেন কার্যত যুদ্ধংদেহি অবতারে শহিদ-পত্নীরা। শহিদ ল্যান্স নায়ক সুনীল বিদ্যার্থীর স্ত্রী কিরণ দেবী জানিয়েছেন, উরি হামলার প্রত্যুত্তর হিসাবে ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তাতে তিনি এবং তাঁর পরিবার সন্তুষ্ট। শহিদ সুনীলের বড় মেয়ে আরতিও এদিন বদলার আগুনে জ্বলছেন। জানালেন, “জঙ্গিদের মারতে কারও অনুমতি নেওয়ার দরকার নেই জওয়ানদের। যখনই জঙ্গিরা সামনে আসবে তখনই তাদের হত্যা করা উচিত।” তাঁর সঙ্গে একইভাবে স্ত্রী কিরণ জানান, “প্রথমে ভাবতাম ছেলেদের সেনাবাহিনীতে পাঠাব না। কিন্তু এখন মনস্থির করে নিয়েছি। আমার ছেলেরাও ওদের বাবার মতোই খাকি পোশাক পরে দেশের সেবায় নিযুক্ত হবে।’

The post আরও জঙ্গি নিকেশ করুক ভারত, মোদির কাছে আর্জি শহিদ-পত্নীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement