shono
Advertisement

Breaking News

‘শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন ৬-৭ জন বিজেপি সাংসদ’, জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যে নয়া জল্পনা

রাজ্যের খাদ্যমন্ত্রীর মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ।
Posted: 01:47 PM Jan 13, 2021Updated: 01:47 PM Jan 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের হিড়িক লেগেছে তৃণমূলে (TMC)। একের পর এক নেতা-মন্ত্রী ইতিমধ্যেই শিবির বদল করেছেন। হাতে তুলে নিয়েছেন বিজেপির (BJP) পতাকা। ভোটের আগে ভাঙনে ঘাসফুল শিবির যথেষ্ট অস্বস্তিতে। আর এই অস্বস্তিই যেন তরতাজা শ্বাসবায়ু জোগাচ্ছে বিরোধীদের। নদিয়ার রানাঘাটের হবিবপুরের ছাতিমতলার সভা থেকে দলবদলকারীদের প্রসঙ্গ তুলে পদ্ম শিবিরকে খোঁচাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ছিল সোমবারের বক্তব্য। তবে মঙ্গলবার ফের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা।

Advertisement

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে (Swami Vivekananda’s Birth Anniversary) উত্তর ২৪ পরগনার হাবরায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানেই মুখ খুলে জল্পনা বাড়ালেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন, “আগামী মে মাসের মধ্যেই ৬-৭ জন বিজেপি সাংসদে তৃণমূলে যোগ দেবেন।” সদ্যই দলবদল করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর তৃণমূল বিরোধী মন্তব্যে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। সেই শুভেন্দুও নাকি ফের ঘাসফুল শিবিরে ফিরবেন বলেও দাবি বাংলার খাদ্যমন্ত্রীর। দলত্যাগী বিধায়করাও তৃণমূলে ফিরে আসার জন্য যোগাযোগ করছেন বলেও দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick)। বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। তৃণমূল ২২০টিরও বেশি আসন পাবেন বলেই আত্মবিশ্বাসের সুর জ্যোতিপ্রিয়র গলায়।

[আরও পড়ুন: এবার পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতির পদ থেকেও সরানো হল শিশির অধিকারীকে]

যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), জ্যোতিপ্রিয় মল্লিকের কথার কেউ কোনও গুরুত্ব দেন না। এসব বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন রাখার চেষ্টা করছেন তিনি।” দলবদলের ফলে সদ্যই রাজ্য রাজনীতিতে সমীকরণ কিছুটা বদলেছে। তবে কী বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে আরও একবার বদলাবে বাংলার রাজনৈতিক সমীকরণ, জ্যোতিপ্রিয়র মন্তব্যের পর সেই জল্পনাই ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে।

[আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথীর বিরোধী নই, সুযোগ পেলে আমিও কার্ড করব’, দিলীপ ঘোষের গলায় ভিন্ন সুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement