-
- ফটো গ্যালারি
- Some glimpses of actress tanusree charabortys dubai tour
ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, দুবাই গিয়ে এ কী হাল তনুশ্রী চক্রবর্তীর!
সদ্যই মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত 'রাবণ'।
Tap to expand
ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে দুবাই সফরে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নানামুহূর্তের ছবি। ছবি: ইনস্টাগ্রাম
Tap to expand
দুবাইয়ে নানামুডে ধরা দিলেন লাস্যময়ী অভিনেত্রী। জানালেন কাজের ফাঁকে ছুটি কাটাচ্ছেন তিনি। সময় দিচ্ছেন নিজেকে। ছবি: ইনস্টাগ্রাম
Tap to expand
ঘুরতে গিয়েছেন, আর শপিং করবেন না, তা হয় নাকি? দুবাইয়ের বিভিন্ন শপিংমলে ঘুরে ফিরে ব্যাগ ভরে শপিং করলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম
Tap to expand
ব্যাগ, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, সবই কিনেছেন তনুশ্রী। কিন্তু কিনে তো ফেললেন, আনবেন কী করে? শেষে ব্যাগ কিনতে হল তারকাকে। ছবি: ইনস্টাগ্রাম
Tap to expand
তবে শপিং করে বেজায় খুশি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কেনাকাটা করলেই নাকি মন ভাল হয়ে যায় তাঁর।
Tap to expand
তবে দুবাই ট্রিপে কেনাকাটা করে আনন্দের পাশাপাশি খানিকটা দুঃখও পেয়েছেন তনুশ্রী। কারণ, নায়িকার কথায়, এবার তাঁর ব্যাংক নাকি এক্কেবারে অ্যাকাউন্ট ফাঁকা!
Published By: Tiyasha SarkarPosted: 09:43 PM Jun 12, 2022Updated: 09:45 PM Jun 12, 2022
সদ্যই মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত 'রাবণ'।