প্রণব সরকার, আগরতলা: পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, বহুচর্চিত সেই প্রশ্নের জবাব দিতে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ত্রিপুরায়। শুরু থকেই বিজেপির বিরুদ্ধে রিগিং, ভোটারদের বাধা দেওয়া ও বিরোধীদের মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ২ সিপিএম কর্মী জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে।
ত্রিপুরায় ভোটগ্রহণকে ঘিরে শান্তিরবাজার, ধনপুর, খয়েরপুর-সহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের বাধাদান ও মারধরের অভিযোগ উঠেছে। ধনপুরে ভোটারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসও। বিরোধীদের অভিযোগ ভোটদানে বাধা দিচ্ছে বিজেপি কর্মীরা। অন্যদিকে বিজেপির অভিযোগ অশান্তি তৈরি করছে সিপিএম কংগ্রেস জোট।
[আরও পড়ুন: নিজের এলাকায় সক্রিয় তারকা সাংসদ, নুসরতের উদ্যোগে ৫ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ]
ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথ অবরোধ করে ভোটাররা। আবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ভোটারদের লাঠি দিয়ে মারধর করা হয়। শান্তিবাজারেও বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব হয়েছে বামেরা। অভিযোগ, সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। উল্লেখ্য, শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।
[আরও পড়ুন: বসতবাড়ি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিবাদ, মুর্শিদাবাদে বাবাকে কুপিয়ে খুন ছেলের]
সকাল থেকে ৬০ আসনে ভোটগ্রহণ শুরু হয়য়েছে। একাধিক ইভিএম বিকলের ঘটনা ঘটে। সকাল ৯টা পর্যন্ত ১৩ শতাংশ ভোট পরে। ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোট দিয়েছেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।