সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আবার পাথর ছোড়া হল মোদির সাধের অত্যাধুনিক ট্রেনে। বুধবার ভোপাল-দিল্লি বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পাথরের আঘাতে আগ্রা রুটের ওই ট্রেনের একটি জানলার কাচ ভেঙে গিয়েছে। অক্ষত যাত্রীরা। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
শুধু জুলাই মাসে বন্দে ভারতে পাথর ছোড়ার দু’টি ঘটনা ঘটে। গত ৫ জুলাই বেঙ্গালুরু-ধারওয়াড় রুট দিয়ে যাওয়ার সময় বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। ওই ঘটনায় আটক করা হয় দুই নাবালককে। তার আগে একই রুটের বন্দে ভারতে পাথর ছোড়া হয় ১ জুলাই। রেল পুলিশ জানিয়েছে, মানিয়া এবং জাজউ স্টেশনের মাঝে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এর ফলেই ভেঙে চুরমার হয়ে যায় সি-৭ কোচের ১৩ এবং ১৪ নম্বর সিটের জানালার কাচ।
[আরও পড়ুন: সরকারি কর্মীদের টানা ১২ মাস মাতৃত্বকালীন ছুটি, ঘোষণা এই রাজ্যের]
মাঝে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। জানা গিয়েছে, বন্দে ভারতের ধাক্কায় এক ব্যক্তির ছ’টি ছাগলের মৃত্যু হয়েছিল। প্রতিশোধ নিতেই পরিকল্পনা মাফিক ওই ব্যক্তি এবং তাঁর দুই ছেলে ট্রেন লক্ষ করে পাথর ছোড়েন।