গোবিন্দ রায়: ফের সফট টার্গেট কলকাতার (Kolkata) নিঃসঙ্গ প্রবীণ নাগরিক। মিস্ত্রি পরিচয় দিয়ে একাকী বৃদ্ধার হাত, পা, মুখ বেঁধে ডাকাতি। বেহালা পর্ণশ্রী থানার ইউনিক পার্ক এলাকায় চাঞ্চল্য। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অধরা আততায়ী।
জানা গিয়েছে, কয়েকবছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। বাড়িতে একাই থাকতেন সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধা। তাঁর মেয়ে কর্মসূত্রে নেদারল্যান্ডে থাকেন। অভিযোগ, শনিবার দুপুর নাগাদ কলের মিস্ত্রি পরিচয় দিয়ে চারজনের একটি দুষ্কৃতী দল তাঁর বাড়িতে ঢোকে। এরপরই বৃদ্ধার মুখ, হাত, পা বেঁধে লুটপাট চালায় দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ কিছু টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদল।
[আরও পড়ুন: আনন্দ রূপ নিল বিষাদের, বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৭]
এদিকে, দীর্ঘক্ষণ পর এক আত্মীয় তাঁর বাড়িতে যান। ডাকাডাকি করেন। প্রথমে সাড়াশব্দ পাননি ওই আত্মীয়। পরে তিনি জানতে পারেন হাত, পা, মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। দীর্ঘক্ষণ পর ওভাবেই বাঁধা অবস্থায় পড়েছিলেন বৃদ্ধা। ওই আত্মীয়ের তৎপরতায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বেহালার (Behala) পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
একাকী বৃদ্ধার বাড়িতে লুটপাটের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার সল্টলেক কিংবা কলকাতার বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদলের টার্গেট হয়ে দাঁড়িয়েছেন নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধারা। গড়িয়াহাটে প্রাণ পর্যন্ত গিয়েছিল এক বৃদ্ধার। প্রবীণদের নিরাপত্তা নিয়ে বারবার পুলিশের দিকে আঙুল উঠছে। বছরদুয়েক আগেই একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তায় অভাবনীয় উদ্যোগ নেয় কলকাতা পুলিশ। প্রবীণদের বাড়িতে সিসিটিভি বসানো হয়। তবে তা সত্ত্বেও প্রবীণদের উপর দুষ্কৃতী হামলা যেন রোখাই যাচ্ছে না।