shono
Advertisement

Breaking News

মায়ের গায়ে হাত! বাবাকে কোপাল ছেলে! গ্রেপ্তার

স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রাক্তন সেনা জওয়ান।
Posted: 04:45 PM Mar 27, 2024Updated: 04:45 PM Mar 27, 2024

অর্ণব দাস, ইচ্ছাপুর : বাবাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগে গ্রেপ্তার ছেলে। ইছাপুর (Ichapur) আনন্দমঠের শ্রীভূমি এলাকার ঘটনা। গুরুতর আহত বাবা, অবসরপ্রাপ্ত সেনা জওয়ান পরিতোষ বিশ্বাস। গলায় ও কোমরে আঘাত লেগেছে তাঁর। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদে প্রাক্তন সেনাকর্মী প্রায়ই ছুরি নিয়ে ভয় দেখাতেন ছেলে ও স্ত্রীকে। এমনকী তাঁদের কখনও কখনও প্রাণে মারারও হুমকিও দিতেন তিনি। 

[আরও পড়ুন : বিক্ষোভ অতীত! সন্দেশখালিতে রেখাকে স্বাগত জানালেন মহিলারা, উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রার্থী]

মঙ্গলবার রাতে ওই দম্পতি  ঝগড়ায় জড়ান। পাশের ঘরেই ছিলেন ছেলে স্বরূপ। ঝামেলা থামাতে যান তিনি। সেই সময় পরিতোষবাবু ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। স্বরূপ বলেন, ” প্রায়ই বাবা আমাকে ছুরি দিয়ে ভয় দেখাতেন। প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন। মার সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। মঙ্গলবার রাতে মার সঙ্গে বাবার ঝামেলা হয়। আমি থামাতে গেলে বাবা আমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসেন। আমি  নিজেকে বাঁচাতে যাই। তখনই  কোনও ভাবে বাবার গায়ে ছুরির কোপ লাগে। মা সবটাই জানেন।”

[আরও পড়ুন : ‘বহিরাগত’ তকমা ঝেড়ে বহরমপুরের পিচে ছক্কা হাঁকাতে তৈরি ইউসুফ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement