shono
Advertisement

Breaking News

কলকাতার এই নিরাপত্তাকর্মীর গানেই এখন মজে গোটা দেশ

সে ভিডিও সোশ্যাল মিডিয়া, হোয়্যাটসঅ্যাপের দৌলতে পৌঁছে গিয়েছে প্রায় প্রত্যেকের মোবাইলে মোবাইলে৷ The post কলকাতার এই নিরাপত্তাকর্মীর গানেই এখন মজে গোটা দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 PM Dec 07, 2016Updated: 06:16 PM Dec 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও গুনগুন করে গেয়ে উঠতেন৷ কখনও বা গলা ছেড়ে৷ কিন্তু তাঁর গানও যে অনেকে শুনবেন এমনটা কখনও ভাবেননি তিনি৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তিনি রীতিমতো সেলেব্রিটি৷ কলকাতার এক নিরাপত্তাকর্মীর গান এখন ভাইরাল ভারচুয়াল দুনিয়ায়৷

Advertisement

যে বিল্ডিংয়ে নিরাপত্তার দায়িত্ব সামলান শৌভিক, সেখানেই চাকরি করেন আদর্শ সিং৷ আসতে যেতে অনেকবার তাঁকে গুনগুন করতে শুনেছেন৷ আচমকাই একদিন তাঁর মাথায় একটি ভাবনা খেলে যায়৷ এই গান যদি শহরের আর পাঁচজনকে শোনানো যায় তবে কেমন হয়! যেমন ভাবা তেমন কাজ৷ সে গান মোবাইলে রেকর্ড করে তুলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ বাকিটা রূপকথার মতোই৷ শহর তো শুধু নয়, শহর ছাপিয়ে বহু লক্ষ মানুষ শুনছেন তাঁর গান৷ আর তারিফে ভরিয়ে দিচ্ছেন তাঁকে৷ প্রথাগত কোনও শিক্ষা না থাক, স্রেফ গান ভালবেসেও যে গান গাওয়া যায়, তাও যে অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে তা দেখিয়ে দিয়েছেন শৌভিক৷ অরিজি সিং বা উদিত নারায়ণের গান গেয়েছেন তিনি৷ আর সে ভিডিও সোশ্যাল মিডিয়া, হোয়্যাটসঅ্যাপের দৌলতে পৌঁছে গিয়েছে প্রায় প্রত্যেকের মোবাইলে মোবাইলে৷

আদর্শ জানাচ্ছেন, মাস দুয়েক আগেই শৌভিকের সঙ্গে আলাপ হয় তাঁর৷ তারপরই তাঁর গান সকলকে শোনানোর ইচ্ছে হয় তাঁর৷ ১৮ ডিসেম্বর রাইজিং স্টার অনুষ্ঠানের অডিশনেও যোগ দিচ্ছেন শৌভিক৷ সোশ্যাল মিডিয়ায় তা জানার পর থেকেই শৌভিককে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য মানুষ৷


The post কলকাতার এই নিরাপত্তাকর্মীর গানেই এখন মজে গোটা দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement