সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়েই বৃহস্পতিবার পালন হচ্ছে হনুমান জয়ন্তী। ঠিক এই শুভ দিনেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের একটি সাক্ষাৎকার। যেখানে সোনু বলেছিলেন হনুমান চল্লিশার জন্য়ই বেঁচেছিল তাঁর ও পরিবারের প্রাণ। আর এই ঘটনা ঘটেছিল পাকিস্তানে!
[আরও পড়ুন: রুপোলি পর্দায় বড় চমক, শাহরুখ-সলমনকে সঙ্গে নিয়ে এবার আসছে ‘টাইগার’ ভার্সেস ‘পাঠান’!]
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সাক্ষাৎকারে সোনু নিগম জানিয়ে ছিলেন, ২০০৪ সালে এপ্রিল মাসের ১০ তারিখ পাকিস্তানে একটি কনসার্টের জন্য গিয়েছিলাম। সঙ্গে আমার পরিবার ও বন্ধুরা ছিল। কনসার্টে যাওয়ার জন্য বাসের ওঠার সময় আমি মনে মনে হনুমান চল্লিশা পাঠ করতে থাকি। কনসার্টটি সেনাবাহিনীর ক্য়াম্পের পাশেই ছিল। হঠাৎ করে আমাদের বাসের সামনের একটি গাড়ির মধ্য়ে বিস্ফোরণ ঘটে। আমরা কপাল জোরে বেঁচে যাই। আমি জানি হনুমান চল্লিশাই আমাদের বাঁচিয়েছে। ছোটবেলা থেকেই হনুমান চল্লিশা মানসিক জোর বাড়িয়ে যাচ্ছে। আমি তাই সারজীবন হনুমান চল্লিশা পাঠ করে যাব।