সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিহারজুড়ে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে বিতর্কের মুখে পড়েছিলেন নীতীশ কুমার৷ রাজ্যবাসীর ক্ষোভ ও সরকারি কোষাগারে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েও পিছপা হননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যদিও, পরে কিছুটা শিথিলতা আনা হলেও মদের বিরুদ্ধে অভিযান যে চলবেই, তা আরও একবার জানান দিল বিহার সরকার৷ রাজ্য থেকে বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযানে এবার পুলিশ কুকুর ব্যবহারের সিদ্ধান্ত দিল বিহার সরকার৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে এবার থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কুকুরকে ব্যবহার করা হবে৷ ইতিমধ্যেই ২০টি কুকুরকে তেলেঙ্গানা থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ বিহার পুলিশের ডিজি বিনয় কুমার জানিয়েছেন, তেলেঙ্গানায় বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে ২০টি পুলিশ কুকুরকে মদের গন্ধ চেনানো হচ্ছে৷ প্রশিক্ষণ শেষের পর মদের বিরুদ্ধে অভিযানে নামানো হবে৷
[প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রণবকে চাইছে আরএসএস, শিব সেনার দাবিতে চাঞ্চল্য]
ঠিক কোন কোন কাজে লাগানো হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই ২০টি কুকুরকে? বিহার পুলিশ সূত্রে খবর, মূলত, বেআইনি ভাবে মজুত করা গোডাউনে কোথায় মদ লুকিয়ে রাখা হলে, তা সহজেই জানিয়ে দিতে পারবে এই পুলিশ কুকুরের দল৷ এছাড়াও, গন্ধ চিনেই মদ্যপদের ধরিয়েও দিতে পারবে৷ মদ্যপ অবস্থায় গাড়ির চালকদেরও চিহ্নিত করতে পারবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই ২০টি কুকুর৷ বিহার পুলিশের আসা, এই ফলে স্পট ফাইন ও মদের কালোবাজারি রুখতে সহযোগিতা করবে ২০ সদস্যের নতুন এই টিম৷
তবে, মদের বিরুদ্ধে পুলিশ কুকুরকে ব্যবহার সম্ভবত এই প্রথম৷ কেননা, বড়সড় কোনও অপরাধ ধরতে বা বিস্ফোরক চিহ্নিত করতে ও কখনও কখনও আত্মঘাতী হামলা চালাতে পুলিশ কুকুর ব্যবহার করা হয়৷ কিন্তু, মদের বিরুদ্ধে অভিযানে কুকুর ব্যবহার বিহার ছাড়া আর অন্য কোনও রাজ্যে সম্ভব নয় বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রটিয়ে চলেছে একদল৷ তবে, মদমুক্ত বিহার গড়তে নীতীশ তাঁর লক্ষ্যে অবিচল, তা আরও একবার বুঝিয়ে দিল রাজ্য পুলিশের নয়া কৌশল৷
[রাস্তার পাশে বসে শরীরী খেলায় মাতল যুগল, চাঞ্চল্য মুম্বইয়ে]
The post গন্ধ শুঁকে মদ্যপকে ধরিয়ে দেবে পুলিশ কুকুর! appeared first on Sangbad Pratidin.