shono
Advertisement

‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল

কী কথা হল তাঁদের? The post ‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:15 PM Jun 15, 2018Updated: 03:45 PM Jun 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯-এর লোকসভার অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির৷ দ্বিতীয়বারের জন্য দিল্লির তখত দখল করতে বদ্ধপরিকর মোদি-শাহ জুটি৷ ঠিক সেই লক্ষ্যেই সমগ্র দেশে ‘জন সম্পর্ক যাত্রা’ শুরু করেছে বিজেপি। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের প্রচার করছেন খোদ দলের শীর্ষ নেতৃত্ব৷ আর এই কর্মসূচি পালনেই শুক্রবার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা৷ তবে কার্যত হতাশ হয়েই ফিরতে হল তাঁকে৷ দু’জনের দেখা হল, কথাও হল৷ তবে নোট বাতিলে খুশি নন, অসুবিধা হয়েছে অনেকের, রাহুলকে এ অভিযোগ জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷

Advertisement

[বোধনের আগেই বিশ্বকাপ জ্বরে কাবু পাহাড় থেকে সমতল, উন্মাদনা তিলোত্তমায়]

মূলত বাম মনোভাবাপন্ন হিসেবেই পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়৷ তাঁর বাড়িতে পদ্ম শিবিরের কোনও নেতার পা রাখা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ জানা গিয়েছে, সাক্ষাতের প্রথমেই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন রাহুল সিনহা৷ তারপর কেন্দ্রের মোদি সরকারের প্রকল্প নিয়ে কথা হয় দুজনের মধ্যে। দেশের একটা অংশের কাছে জমে থাকা কালো টাকা উদ্ধারের লক্ষ্যে ডিমনিটাইজেশন বা নোট বাতিল করেছিল মোদি সরকার৷ বাতিল করেছিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ যা প্রবল বিপদের মধ্যে ফেলেছিল সাধারণ মানুষকে৷ সেই সময়ের কথা উল্লেখ করেই রাহুল সিনহার কাছে নিজের সমস্ত অভিযোগ জানান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ বিরক্ত প্রকাশ করেন নোট বাতিল ইস্যুতে৷

[শহরে গ্রেপ্তার কুখ্যাত মাদক পাচারকারী, উদ্ধার ২ কেজি চরস ]

শেষে কেন্দ্রীয় সরকারের চার বছরের কাজের খতিয়ানের সম্বলিত একটি পুস্তিকা অভিনেতার হাতে তুলে দেন রাহুল সিনহা৷ জানান, ফলপ্রসূ বৈঠক হয়েছে৷ বইটি পড়ে মতামত দেবেন বলেও কথা দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

The post ‘নোট বাতিলে বিরক্ত’, সম্পর্ক বাড়াতে গিয়ে সৌমিত্রের খোঁচায় বিদ্ধ রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement