সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই মুক্তি পাবে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) অভিনীত ছবি ‘সময়’ (Samay)। এটিই কিংবদন্তি শিল্পীর শেষ সিনেমা বলে জানালেন পরিচালক শ্যামল বসু (Shyamal Bose)। ছবির মুক্তির আগের দিন শুটিংয়ের স্মৃতি-কথা শোনালেন সংবাদ প্রতিদিনকে।
‘অন্তিম যাত্রা’, ‘বাস্তব’, ‘জাল’-এর মতো একাধিক সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন শ্যামল বসু। জানালেন, লকডাউনের পর ‘সময়’ সিনেমার শুটিংয়ের জন্যই ফ্লোরে ফিরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত বছরের ৫ জুলাই শুটিং করেছিলেন। তারপর ৬, ৭, ৮ ও ৯ জুলাই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ (Abhijaan) সিনেমার শুটিং করেন। আবার ২৮ আগস্ট ‘সময়’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। তারপর শুধু ‘আমি সৌমিত্র’ তথ্যচিত্রের শুটিং করেছিলেন। আর কোনও সিনেমার শুটিং করতে পারেননি কিংবদন্তি অভিনেতা।
[আরও পড়ুন: কন্যাসন্তান জন্মের পর প্রথমবার ক্যামেরার সামনে বিরুষ্কা, কী জানালেন পাপারাজ্জিদের?]
শুটিং শেষ করে শ্যামলবাবুকে সৌমিত্র চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর শরীরটা ভাল যাচ্ছে না। তাই তাড়াতাড়ি ডাবিংয়ের কাজ শেষ করতে চান। ৫ সেপ্টেম্বর সিনেমার ডাবিংয়ের কাজ সারেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ঠিক একমাস পর অর্থাৎ ৫ অক্টোবর প্রবাদপ্রতীম শিল্পীর করোনা (Corona Virus) পরীক্ষার ফল পজিটিভ আসে। ৬ অক্টোবর তাঁকে বেলভিউ নার্সিংহোমে ভরতি করা হয়। পরে করোনামুক্ত হলেও অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। ১৫ নভেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার ‘ফাদার ফিগার’।
[আরও পড়ুন: বেআইনি নির্মাণ মামলায় বম্বে হাই কোর্টে ধাক্কা সোনু সুদের, খারিজ BMC’র বিরুদ্ধে করা মামলা]
শ্যামলবাবু জানান, ছবিতে নায়কের দাদুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেকার নাতির মাদকাসক্ত হওয়ার পর তাঁকে জীবনের মূলস্রোতে ফেরার পথ দেখায় তাঁর চরিত্র। ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন দীপ চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছে দুই নায়িকা। এই দুই চরিত্রে অভিনয় করেছেন তুয়া বিশ্বাস ও সানা ভট্টাচার্য। এছাড়াও রয়েছেন সুপ্রিয় দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পিভিআর ডায়মন্ড প্লাজায় হবে ‘সময়’-এর প্রিমিয়ার। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা করবেন বিশিষ্টরা। করোনা আক্রান্ত সৌমিত্রকন্যা পৌলমী বসু। তাই তিনি উপস্থিত থাকতে পারছেন না বলে জানান শ্যামল বসু।