রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপির যুব সংগঠন যুব মোর্চার রাজ্য কমিটিতে এবার নেওয়া হল শঙ্কুদেব পণ্ডা, সাংসদ সৌমিত্র খাঁ, মুকুলপুত্র বিধায়ক শুভ্রাংশু রায় ও অর্জুন সিং-এর ছেলে বিধায়ক পবন সিংকে। যুব মোর্চার কোনও পদ দেওয়া না হলেও তাদের রাজ্য কমিটিতে বিশেষ আমন্ত্রিত করা হয়েছে।
সম্প্রতি, ভারতী ঘোষ এবং মাফুজা খাতুনকে দলের সহ-সভাপতি পদ দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। দুজনেই লোকসভা নির্বাচনে হেরে যান। কিন্তু তাঁদের দলে বড় পদ দিয়ে আগামিদিনে আন্দোলনে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়। যাঁরাই অন্য দল থেকে বিজেপিতে আসছেন, তাঁদের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ পাচ্ছিল যে বিজেপিতে কোনও পদ তাঁদের দেওয়া হচ্ছে না। যে কারণে দলে তাঁদের কোনও সক্রিয়তা চোখে পড়ছিল না। শঙ্কুদেব পণ্ডা, সৌমিত্র খাঁ, শুভ্রাংশুদের যুব সংগঠনের রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করে সেই অসন্তোষ কিছুটা প্রশমিত হবে বলে বিশ্বাস রাজনৈতিক মহলের।
[আরও পড়ুন: কালীঘাটে সিবিআই আসতে পারে, তাই ভয় পাচ্ছেন মমতা: দিলীপ ঘোষ]
একইসঙ্গে বুধবার যুব মোর্চা ও মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ, এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সহ-পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সেই বৈঠকেই ঠিক হয়, যুব সংগঠনের নেতা-কর্মীরা রাজ্যের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে পড়ুয়াদের রাজনৈতিকভাবে সচেতন করবেন এবং দলের সদস্য হওয়ার জন্য আহ্বান জানাবেন। মহিলা মোর্চার নেতৃত্বকে নির্দেশ, কাশ্মীরে ধারা ৩৭০ বিলোপ এবং তিন তালাক ইস্যুতে জোরদার প্রচার করা ও পুজোকে সামনে রেখে জনসংযোগে জোর দিতে হবে। আগামী ২০ সেপ্টেম্বর দাড়িভিট কাণ্ডের বর্ষপূর্তি। সেটা সামনে রেখে রাজ্যজুড়ে আন্দোলনে নামার নির্দেশ দেওয়া হয়েছে যুব মোর্চা নেতৃত্বকে।
The post যুব মোর্চার রাজ্য কমিটিতে নেওয়া হল শঙ্কুদেব-সৌমিত্র-শুভ্রাংশুদের appeared first on Sangbad Pratidin.