সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত শক্তি বাড়ছে টুটু বোস শিবিরের। ইতিমধ্যেই অঞ্জন মিত্রকে ছেড়ে টুটু শিবিরে যোগ দিয়েছেন একাধিক সচিব-ঘনিষ্ঠ। বাগান সমর্থকদের মধ্যে বেশিরভাগই মোটামুটি নিশ্চিত ভোটে জয়ী হতে চলেছেন টুটু বোস। তবে, এবার সৃঞ্জয়-দেবাশিসরা সবচেয়ে বড় চমকটি দিলেন। যে সৌরভ গঙ্গোপাধ্যায় কোনওরকম রাজনীতিক বা বিতর্কিত বিষয়ে থাকেন না, সেই সৌরভই এগিয়ে এলেন টুটু বোস শিবিরের সমর্থনে।
[ইস্টবেঙ্গলে শুরু আলোজান্দ্রো জমানা, কার্যত বিদায় সুভাষের]
রবিবার বেহালার শরৎ সদনে একটি প্রচার সভা ছিল টুটু শিবিরের। সভার আয়োজন করে ‘আমরা মোহনবাগান’ নামের একটি ফ্যান ক্লাব। তারকাখচিত সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনিতে আদ্যোপান্ত মোহনবাগানি হিসেবেই পরিচিত সৌরভ। ক্লাবের ভবিষ্যতের কথা মাথায় রেখেই টুটু-শিবিরের হয়ে প্রচারে নামলেন মহারাজ। এদিন ক্লাবের প্রতি সভাপতির অবদানের কথা ভেবে টুটু শিবিরের প্রার্থীদেরই ভোট দেওয়ার আবেদন জানান প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, “আপনারা এমন মানুষের সঙ্গে থাকুন, যারা ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ নির্বাচন চলবে একমাস, ক্লাবটা থাকবে শত শত বছর।” সৌরভ ছাড়াও সভায় ছিলেন সত্যজিত চট্টোপাধ্যায়, কম্পটন দত্তদের মতো একগুচ্ছ প্রাক্তনী। সভা পরিচালনা করেন মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বোস।
[দু’পক্ষ একসঙ্গে কাজ করুক, মোহনবাগান নির্বাচন ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর]
ময়দানি বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে অঞ্জন শিবিরের থেকে টুটু শিবিরের পাল্লা অনেকটাই ভারি। আর তা আন্দাজ করেই এখন নির্বাচন না করে সমঝোতার পথে হাঁটতে চাইছেন সচিব অঞ্জন মিত্র। এর আগে মধ্যস্থতার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও দ্বারস্থ হয়েছিলেন অঞ্জন। মেয়ে সোহিনী মিত্র ও জামাই কল্যাণ চৌবেকে সঙ্গে নিয়ে পার্থবাবুর বাড়িতে গিয়েছিলেন বাগান সচিব। আসলে মোহনবাগান সচিব ভালই আঁচ করতে পেরেছেন ভোট হলে ফল খুব একটা সুখকর হবে না তাদের জন্য। আর সেকারণেই নির্বাচন এড়িয়ে আপসে সমস্যার সমাধান চাইছেন অঞ্জন। ইতিমধ্যেই সোমবার তিনি টুটু বোসের সঙ্গে সাক্ষাতও করতে চেয়েছেন। সেখানেও তিনি আপসে সমস্যা মেটানোর আবেদন করতে পারেন বলে সূত্রের খবর।
ছবি: অরিজিত সাহা
The post মোহনবাগান নির্বাচনে বড় চমক, টুটু শিবিরের প্রচারে সৌরভ appeared first on Sangbad Pratidin.