সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। কিন্তু ভিতরে ভিতরে যে সৌরভ গঙ্গাপাধ্যায় আর শাহরুখ খানের লড়াই, তা সবারই জানা। সেই বারুদে ঠাসা ম্যাচের বেল বাজিয়ে শুভারম্ভ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ আর ইডেন গার্ডেন্স সমার্থক। তিনি এখন আর খেলেন না। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। কিন্তু সৌরভ মানেই কলকাতার প্রাণ, কলকাতার আবেগ। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ইডেনের বেল বাজিয়ে ম্যাচের শুভারম্ভ করেন, তখন সৌরভ-সৌরভ ধ্বনিতে মাতোয়ারা ইডেন।
[আরও পড়ুন: ভাগ্যিস ছক্কা মারিনি! ম্যাচ জিতিয়ে মাথায় হাত, ঈশ্বরকে ধন্যবাদ বিরাটের]
ইডেনে সৌরভ মানেই দুর্দান্ত সব ঘটনা। ৫ মে, ২০১২ কে আর ভুলতে পেরেছে? প্রাক্তন কেকেআর অধিনায়ক সৌরভ সে বার খেলতে এসেছিলেন পুণে ওয়ারিয়র্স অধিনায়ক হিসেবে। এবার তাঁর আগমন দিল্লি ক্যাপিটালসের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’-এর বেশভূষায়।
পূর্বে দিল্লি মেন্টর হিসেবে এসে ইডেনে কেকেআরকে হারিয়েছেন। এবার কী হবে, তা দেখতে চায় ইডেন। সোমবারের ইডেনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চার উইকেট হারিয়ে দিল্লি কিছুটা হলেও বিপাকে। তবে এ তো ক্রিকেট। মহান অনিশ্চয়তার খেলা। শেষমেশ কার মুখে খেলা করে হাসি, সেটাই দেখার।