shono
Advertisement

KIFF 2023: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সৌরভ-সলমন, আর কারা থাকবেন?

সেজে উঠছে নন্দন। সাজছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
Posted: 08:43 PM Dec 03, 2023Updated: 08:43 PM Dec 03, 2023

বিশেষ সংবাদদাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সৌরভ-সলমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ভাইজান সলমন খান (Salman Khan)। এই খবর আগেই জানিয়েছিল সংবাদ প্রতিদিন। তাতেই সিলমোহর পড়ে। সলমনের পাশাপাশি এই মঞ্চে দেখা যাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly)। আর কারা থাকছেন?

Advertisement

এবারের উদ্বোধনী মঞ্চে সলমনের সঙ্গী হবেন ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা। সোনাক্ষীর বাবা তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহাও উপস্থিত থাকবেন কলকাতার এই চলমান চিত্রের উৎসবে। আসছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। আবার বলিউডের ‘ঝাক্কাস ম্যান’ অনিল কাপুরকেও দেখা যাবে। এছাড়াও উপস্থিত থাকবেন মহেশ ভাট।

[আরও পড়ুন: মা হওয়ার পর কেমন আছেন শুভশ্রী? ছবি শেয়ার করে জানালেন মনের কথা ]

পরশু অর্থাৎ মঙ্গলবার ভোর পাঁচটায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন সলমন খান। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সেখানে স্বাগত জানাবেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করেই উৎসবের উদ্বোধনে যোগ দিচ্ছেন বলিউডের ‘টাইগার’।

ছবি – সুপর্ণা মজুমদার

প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া-নেয়া’। বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯ টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন। আর ক্লোজিং সেরিমনিতে আসছেন অদিতি রাও হায়দরি।

[আরও পড়ুন: দুদিনেই দুশো কোটির চূড়ায় ‘অ্যানিম্যাল’, সিনেমা হলে ফাটল আতসবাজি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement