সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে গড়াপেটার কাণ্ডে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার তিন প্রাক্তন ক্রিকেটার। ফিরে এল হ্যান্সি ক্রোনিয়ের ঘটনার স্মৃতি। এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। এঁদের মধ্যে একজন আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন।
ম্যাচ গড়াপেটার অভিযোগের ঘটনাটি ঘটে ২০১৫-১৬ সালে। সেই সময় রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় গড়াপেটার চেষ্টা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার লনওয়াবো সতসোবে, এথি এমভালাতি ও থামি সোলেকিলেকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, তারা নিজেরা গড়াপেটার জন্য টাকা নিয়েছেন। একই সঙ্গে অন্য ক্রিকেটারদেরও প্রলোভন দেখান। এই নিয়ে দক্ষিণ আফ্রিকার পুলিশ সংস্থার শাখা 'হকস' তদন্ত করছে।
দক্ষিণ আফ্রিকার দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। অন্তত ৩টি ম্যাচে গড়াপেটার চেষ্টা করা হয়েছিল। তবে চেষ্টা করা হলেও, গড়াপেটা হয়নি বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই তিন ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছে। এঁদের মধ্যে সতসোবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৬১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১২ সালে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে ছিলেন।
এই তিনজন ছাড়াও প্রাক্তন ক্রিকেটার জিন সিমস, আলভিরো পিটারসেন, পুমি মাতশিকউইয়ি ও গুলাম বোদির নাম জড়িয়েছে গড়াপেটা কাণ্ডে। তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খেলায় স্বচ্ছতা ফেরানোর জন্য তারা লড়াই করছে। দক্ষিণ আফ্রিকা বোর্ডও তাদের পাশে রয়েছে। এই প্রসঙ্গে উঠে আসছে ২০০০ সালের কথা। যখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ের গড়াপেটার ঘটনায় ক্রিকেট দুনিয়া কেঁপে গিয়েছিল।