shono
Advertisement

Breaking News

চার মাসের জন্য বন্ধ সাউথ সিটি, কেনাকাটায় মিলবে আকর্ষণীয় ছাড়

কিন্তু হঠাৎ এতদিনের জন্য কেন বন্ধ হয়ে যাচ্ছে মলটি? The post চার মাসের জন্য বন্ধ সাউথ সিটি, কেনাকাটায় মিলবে আকর্ষণীয় ছাড় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:43 PM Jan 14, 2017Updated: 12:50 PM Jan 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাসের জন্য বন্ধ হতে চলেছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় শপিং মল সাউথ সিটি৷ শুনে মাথায় হাত পড়ল? যাঁরা সিনেমা দেখতে, ফ্রায়েড চিকেন খেতে বা জামা কাপড় কিনতে প্রায়ই এই শপিং মলে পৌঁছে যান, তাঁদের চমকে যাওয়ারই কথা! তবে মন খারাপের কিছু নেই৷ কারণ বন্ধ হওয়ার আগে ক্রেতাদের জন্য থাকছে একঝাঁক অফার৷

Advertisement

(‘পাকিস্তানের বিবেচনাহীন পদক্ষেপ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলছে’)

কিন্তু হঠাৎ এতদিনের জন্য কেন বন্ধ হয়ে যাচ্ছে মলটি? সাউথ সিটি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মলটি মেরামতির কাজ শুরু হয়েছে৷ যার জন্য ক্রেতাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ আগামী ১ ফেব্রুয়ারি থেকে বহিরাগতদের জন্য বন্ধ থাকবে এই শপিং মল৷ তবে মল মেরামতির জন্য বড়সড় লোকসানের মুখে পড়তে চলেছে শোরুমগুলি৷ চার মাস বন্ধ থাকবে মল৷ হিসাব বলছে, কমপক্ষে ৩৫০ কোটি টাকার ব্যবসার ক্ষতি হবে৷ তার উপর স্টোরগুলির ভিতরের অংশ সাজাতে আরও ১০০ কোটি টাকা খরচ হবে৷ তাই শো রুমে মজুত রাখা সামগ্রী অর্ধেকেরও কম দামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মলের ভিতরের বিভিন্ন কোম্পানির আউটলেটগুলি৷ জানা গিয়েছে, জামাকাপড়ের উপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে৷ কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ৷ দেশি-বিদেশি কোম্পানিগুলি যখন ক্ষতির মুখে দাঁড়িয়ে, তখন সস্তায় জিনিসপত্র কিনতে মুখিয়ে রয়েছেন ক্রেতারা৷ তাই জানুয়ারির শেষ সপ্তাহে মলে ভিড় উপচে পড়বে বলেই আশা মল কর্তৃপক্ষের৷

(পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাখতুনদের)

সাউথ সিটির সিওও মনমোহন বাগরি জানান, “গত ডিসেম্বরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল মলের ফুড কোর্টে৷ তারপরই সারাইয়ের কাজ শুরু হয়৷ মল বন্ধ থাকায় নিঃসন্দেহে লোকসান হবে৷ তবে তার আগে নোট বাতিল ইস্যু সার্বিক ব্যবসায় প্রভাব ফেলেছিল৷ ফলে বেশ বিপাকে মল কর্তৃপক্ষ৷ মেরামতির পাশাপাশি বাড়তে পারে একটি তলও৷ সেই নতুন তলেই হবে ফুড কোর্ট৷ সেই সঙ্গে মলের নিরাপত্তার বিষয়টিতেও আরও জোর দেওয়া হবে৷

The post চার মাসের জন্য বন্ধ সাউথ সিটি, কেনাকাটায় মিলবে আকর্ষণীয় ছাড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement