shono
Advertisement
Ballygunge

সমকামী অ্যাপে পরিচয়, যুবকের নগ্ন ছবি তুলে হুমকি দিয়ে লাখ টাকার প্রতারণা! বালিগঞ্জে ধৃত ৩

চলতি জুলাই মাসে বালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়।
Published By: Subhankar PatraPosted: 05:56 PM Jul 29, 2025Updated: 07:46 PM Jul 29, 2025

অর্ণব আইচ: সমকামী অ্যাপে পরিচয়। যুবককে ডেকে ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল! যুবককে মারধর, হুমকি ও আর্থিক প্রতারণার অভিযোগ। বালিগঞ্জে গ্রেপ্তার তিন। কোনও চক্র সক্রিয় কি না, তদন্তে পুলিশ।

Advertisement

চলতি জুলাই মাসে বালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়। এক যুবক অভিযোগ করেন, একটি সমকামী অ্যাপে বিজয় সিং নামে একজনের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই বিজয়  বালিগঞ্জের সার্কুলার রোডের একটি আবাসনে ডাকে তাঁকে। সেখানে যান যুবক। আলাপ-আলোচনার পর অভিযুক্ত বিজয়ের সঙ্গে যুবক ঘনিষ্ঠ হন।

ঠিক সেই সময়, অন্য দু'জন যুবক ঘরে ঢুকে পড়েন বলে অভিযোগ। তাঁরা যুবকের আপত্তিকর ছবি তুলতে থাকেন। বারণ করলে যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরই ওই যুবককের কাছে টাকা চাওয়া হয়। না হলে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন তরুণ। ১ লক্ষ টাকা তার থেকে জোর করে একটি ইউপিআই অ্যাপের সাহায্যে নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

প্রতারিত যুবক বালিগঞ্জ থানায় অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। কিন্তু অভিযুক্তদের নাগাল পাচ্ছিলেন তদন্তকারীরা। তারপর সোমবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, অভিযুক্ত বিজয়কে এলাকায় দেখা গিয়েছে। অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে তাঁর দুই সঙ্গী মহম্মদ ওয়াজিদ ও ইরফান ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত চলছে।

উল্লেখ্য, কিছুদিন আগে পাটুলির এক তরুণের সঙ্গেও এমন কাণ্ড ঘটেছিল বলে অভিযোগ দায়ের হয় এই বালিগঞ্জ থানাতেই। প্রাথমিক অনুমান, এই ধৃতরাই পাটুলি কাণ্ডের সঙ্গে যুক্ত। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও মিল আছে কি না, খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সমকামী অ্যাপে পরিচয়। তরুণকে ডেকে অতরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল!
  • তরুণকে মারধর, হুমকি ও আর্থিক প্রতারণার অভিযোগ। বালিগঞ্জে গ্রেপ্তার তিন।
  • কোনও চক্র সক্রিয় কি না, তদন্তে পুলিশ।
Advertisement