shono
Advertisement
Mamata Banerjee

'কৃষকরা আমাদের সম্পদ', কৃষকবন্ধু প্রকল্পে চাষিদের অর্থদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ, মঙ্গলবার থেকে এই সহায়তা দেওয়া হল।
Published By: Suhrid DasPosted: 05:41 PM Jul 29, 2025Updated: 07:17 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকবন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফে সহায়তা প্রদান শুরু হল। আজ, মঙ্গলবার থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। এদিন সামাজিক মাধ্যমে এই বিষয়ে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের জন্য সরকার বরাবরই আছে। সেই বার্তা বরাবরই রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। কৃষকরা রাজ্যের সম্পদ, গর্ব। সেই বার্তাই এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বাংলার কৃষকদের চাষের জন্য বরাবরই আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বাংলার কৃষকদের পাশে থাকার বার্তা দেন। এবার খারিফ মরশুমে কৃষকদের আর্থিক সাহায্য করা শুরু হল। রাজ্য সরকার চাষিদের জন্য কৃষকবন্ধু প্রকল্প চালু করেছে। কৃষক ও বর্গাদারদের একর প্রতি ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। বছরে দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে বলে খবর। যে সব কৃষকের কম পরিমাণ জমি আছে, তাঁরাও এই আর্থিক সহায়তা পাবেন। আনুপাতিক হারে ন্যূনতম ৪ হাজার টাকা দেওয়া হবে বলে খবর।

এবার রাজ্যের মোট ১ কোটি ৯ লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। সরাসরি কৃষক, বর্গাদারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হচ্ছে। মোট ২,৯৩০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে খবর। এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, "২০১৯ সালে চালু হবার পর থেকে এই প্রকল্পে মোট ২৪,০৮৬ কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য আমি গর্বিত! শুধু তাই নয়, ১৮ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত কোনও কৃষক মারা গেলে তাঁর পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয়। এই খাতেও বাংলার প্রায় ১ লক্ষ ৪৬ হাজার কৃষক পরিবার মোট ২,৯২০ কোটি টাকা সহায়তা পেয়েছেন।" মুখ্যমন্ত্রী কৃষকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "আমি সবসময় মনে করি, আমাদের কৃষকরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাঁদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে।"

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষকবন্ধু প্রকল্পে রাজ্য সরকারের তরফে সহায়তা প্রদান শুরু হল।
  • এদিন সামাজিক মাধ্যমে এই বিষয়ে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • রাজ্যের কৃষকদের জন্য সরকার বরাবরই আছে। সেই বার্তা বরাবরই রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে।
Advertisement