shono
Advertisement

বাংলা ছবি ভালবাসেন, সুযোগ পেলে অভিনয় করবেন? জবাব দিলেন দক্ষিণী তারকা রামচরণ

এক আলোচনাচক্রে গিয়ে মনের কথা স্পষ্টভাবে জানিয়েছেন 'RRR' সিনেমার নায়ক।
Posted: 07:49 PM Nov 13, 2022Updated: 07:54 PM Nov 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমা দেখতে ভালবাসেন দক্ষিণী তারকা রামচরণ (Ram Charan)। সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয়ও করতে চান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনাচক্রে গিয়ে মনের এই বাসনার কথা জানালেন চিরঞ্জীবীপুত্র।

Advertisement

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে তাঁর সুখ্যাতি। রামচরণের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন, যশের (কেজিএফ সিনেমার নায়ক) মতো দক্ষিণী সুপারস্টাররা। 

[আরও পড়ুন: মোটা টাকা না পাওয়ায় ‘হেরা ফেরি ৩’ ছেড়েছেন অক্ষয়! কী বক্তব্য অভিনেতার?]

বক্স অফিসে যখন ‘RRR’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো সিনেমা রমরমিয়ে ব্যবসা করছে, তখন সাফল্যের অভাবে ধুঁকছে ‘থ্যাঙ্ক গড’, ‘রাম সেতু’র মতো বলিউড সিনেমা। তাহলে কি এবার দক্ষিণী তারকাদের আস্ফালনের সময় এসেছে? এই প্রশ্নই করা হয়েছিল রামচরণকে। জবাবে অভিনেতা জানান, তিনি কোনওভাবেই এমনটা মনে করেন না। রামচরণের মতে, এখন প্যান ইন্ডিয়া সিনেমার যুগ। অর্থাৎ গোটা ভারতবর্ষের বিনোদন জগৎ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় এটি। 

রামচরণ যখন একথাগুলি বলছিলেন, তখন তাঁর পাশেই বসেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। অক্ষয়ের মতো বলিউড তারকার সিনেমা তাঁকে কতটা উদ্বুদ্ধ করেছে সেটাও জানান দক্ষিণী তারকা। তারপরই জানান, বাংলা সিনেমা দেখতে বড্ড ভালবাসেন। সুযোগ পেলে বাংলা সিনেমা অভিনয় করতে চান। অন্যান্য আঞ্চলিক ভাষাতেও কাজ করতে আপত্তি নেই রামচরণের। তবে বাংলা সিনেমা প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রামচরণ, চিরঞ্জীবী অভিনীত ছবি ‘আচার্য’। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যিশু সেনগুপ্ত। তিনিই বাংলা সিনেমার প্রতি রামচরণের এই ভালবাসার জন্য দায়ি? সে প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের জন্য তোলা রইল। সাম্প্রতিক যে খবর শিরোনামে উঠে এসেছে। তাতে শোনা যাচ্ছে, ‘RRR’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। পরিচালক রাজামৌলি তা পরিচালনা করবেন। 

[আরও পড়ুন: স্বস্তিকাকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় চটলেন মীর, অশ্লীল ভাষায় আক্রমণ নেটিজেনকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement