shono
Advertisement

‘বৈশাখীকে ভয় দেখানো হচ্ছে’, আদালতে দাঁড়িয়ে রত্নার বিরুদ্ধে ফের ফুঁসে উঠলেন শোভন

পালটা দিলেন রত্না।
Posted: 08:51 PM Feb 06, 2023Updated: 08:51 PM Feb 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে আদালতে গিয়েছিলেন। সেখান থেকেই সোমবার ফের স্ত্রীকে তোপ দাগলেন শোভন চট্টোপাধ্যায়। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) ভয় দেখানোর অভিযোগ তুললেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। পালটা দিলেন বিধায়ক। 

Advertisement

দীর্ঘদিন ধরেই চলছে শোভন-রত্নার বিচ্ছেদ মামলা। সেই মামলার শুনানিতে সোমবার বান্ধবীকে সঙ্গে নিয়ে আলিপুর আদালতে যান শোভন চট্টোপাধ্যায়। রীতিমতো নিরাপত্তা বেষ্ঠনীতে ঘেরা ছিলেন তাঁরা। আদালত চত্বরে প্রবেশের পরই ভিতরে চলে যান।  বেরিয়ে দাবি করেন, আগের শুনানির দিন আদালত চত্বরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাঁর নেপথ্যে রত্না চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের দাবি, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় যাতে মামলায় সাক্ষ্য দিতে না পারেন সেই কারণেই তাঁকে ভয় দেখানো হয়। যদিও এসবে ভয় পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই সোমবারও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আদালতে এসেছেন তিনি। 

ফাইল ছবি।

[আরও পড়ুন: বীরভূম বিস্ফোরণ: ‘দোষীদের ফাঁসি চাই’, মৃত TMC কর্মীর দেহ ফেলে বিক্ষোভ বাসিন্দাদের]

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, অসত্য কথা বলছেন শোভন চট্টোপাধ্যায়। এমনকী মিথ্যে কথা বলে নিরাপত্তা নেওয়ার অভিযোগও তোলেন তিনি। 

প্রসঙ্গত, গত সোমবারও ডিভোর্সের মামলার জন্য আদালতে গিয়েছিলেন শোভন-বৈশাখী-রত্না। শোভন বান্ধবী বৈশাখী আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন, রত্না চট্টোপাধ্যায় অহেতুক প্রচুর লোক নিয়ে আদালতে যাচ্ছেন। তাঁরা বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে। বৈশাখী দাবি করেন, অনুমতি ছাড়া ছবি তোলা হচ্ছে তাঁর। সরাসরি নিশানা করেন বিধায়ককে। পালটা দিতে ছাড়েননি রত্না। তিনি বলেন, “ভয়ের কোনও কারণ নেই। উনি তো ছেলেধরা। কেউ ওনাকে কিছু করবে না।” প্রয়োজনে আরও বেশি লোক নিয়ে আদালতে যাবেন বলেও জানান তিনি। পরবর্তীতে এ বিষয়ে মুখ খুলেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও।

[আরও পড়ুন: বাগনান হত্যাকাণ্ড: প্রায় দেড় মাস পর জঙ্গলে মিলল ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ব্যবহৃত অস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement