সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়াবতীর দল বসপা ও অখিলেশ যাদবের দল সপা-র মধ্যেই জোটের সম্ভাবনাই ক্রমশ জোরদার হচ্ছে। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দুই দলই লোকসভা ভোটে একসঙ্গে লড়বে বলে ঠিক করেছে। তারা সঙ্গে নিতে চায় অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলকেও। কিন্তু কংগ্রেসকে কোনওভাবেই মায়াবতীর এই মহাজোটে জায়গা দিতে রাজি নন।
[এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম বগিবিল ব্রিজের উদ্বোধন প্রধানমন্ত্রীর]
চলতি মাসের শেষেই মায়াবতী লখনউতে বৈঠক করে দুই দলের জোট চূড়ান্ত করবেন বলেই জানা গিয়েছে। তখনই আসন ভাগাভাগির বিষয়টিও চূড়ান্ত করা হবে। কংগ্রেসকে বাদ দিয়েই মায়াবতী তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন বলেই নাম প্রকাশে অনিচ্ছুক বসপা-র এক প্রথম সারির নেতা জানিয়েছেন। কংগ্রেসকে মহাজোটে রাখতে চাইছেন না মায়াবতীই। সাম্প্রতিককালে, পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস ভাল ফল করে তিন রাজ্যে ক্ষমতা দখল করায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে তাঁর নাম উঠে আসছে। আর তাতেই আপত্তি মায়ার। তৃতীয় ফ্রন্টে বসপা ছাড়াও সপা, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও অজিত যোগীর ‘জনতা ছত্তিশগড় কংগ্রেসে’র মত দলেরা থাকবে এবং তাদের নেতারা মায়াকে তৃতীয় ফ্রন্টের প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে তুলে ধরতে চান বলেই বসপা-র ওই নেতা দাবি করেছেন।
তৃতীয় ফ্রন্টে যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার জনতা দল সেকুলার, ঝাড়খন্ড মুক্তি মোর্চা এমনকি তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতর মত দলকেও আনা যায় তার জন্য মায়া এবং অখিলেশ দু’জনেই চেষ্টা করছেন। আগামী সপ্তাহের মঙ্গলবার মায়াবতী টিআরএস প্রধান চন্দ্রশেখর রাও-র সঙ্গে বৈঠক করবেন। শরদ পাওয়ারের সঙ্গেও মায়া তৃতীয় ফ্রন্ট নিয়ে কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও তৃতীয় ফ্রন্টে সামিল করার জন্য সবরকমভাবে চেষ্টা করা হবে বলেও বসপা নেতা জানিয়েছেন। আগামী ১৫ জানুয়ারি মায়াবতীয় জন্মদিন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সেই অনুষ্ঠানে লখনউতে আমন্ত্রণ করা হয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ছবি কি হতে চলেছে তার ছবি সেদিনই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
[পিকনিকের খরচ বাঁচিয়ে পথশিশুদের বড়দিনের উপহার একদল তরুণ-তরুণীর]
The post গেরুয়া রথ রুখতে যোগীর রাজ্যে হাত মেলাতে পারে সপা-বসপা appeared first on Sangbad Pratidin.