shono
Advertisement

একুশের ভোটে তৃণমূলকে নৈতিক সমর্থন সমাজবাদী পার্টির, লিখিত বার্তা অখিলেশের

ভোটযুদ্ধে মমতাকে প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন অখিলেশ।
Posted: 01:56 PM Mar 01, 2021Updated: 02:03 PM Mar 01, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নৈতিক সমর্থন জানাল সমাজবাদী পার্টি (SP)। সোমবার এই মর্মে বার্তা পাঠিয়েছেন সপা প্রতিষ্ঠাতা তথা মুলায়মপুত্র অখিলেশ যাদব (Akhhilesh Yadav)। সোমবার অখিলেশ এই মর্মে চিঠিও পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। জানিয়েছেন, রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূলের (TMC) পাশেই রয়েছে সমাজবাদী পার্টি। অখিলেশের চিঠি পেয়ে খুশি তৃণমূল নেতৃত্ব।

Advertisement

এদিন বিধানসভার লড়াইয়ে বাংলার শাসকদলকে নৈতিক সমর্থনের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলিও যথাযথ বলে মনে করেছেন অখিলেশ যাদব। সেই প্রসঙ্গ তুলে তিনি তৃণমূল নেত্রীকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বলে খবর। বাংলায় ২৯৪ আসনে মোট আট দফায় ভোট ঘোষণা করেছে দিল্লির নির্বাচন কমিশন। তা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন তুলেছিলেন, ”কাকে সুবিধা করে দিতে বাংলায় এত দফা নির্বাচন?” পাশাপাশি ভোটের দিনক্ষণ স্থির করা নিয়ে কমিশনকে বিজেপির ইন্ধন জোগানোরও অভিযোগ তুলেছিলেন। কমিশনের বিরুদ্ধে তাঁর সমস্ত অভিযোগকে সমর্থন জানিয়ে অখিলেশ পালটা মমতাকে জানান, কীভাবে তা সামাল দিতে হবে। সূত্রের খবর এমনই।

[আরও পড়ুন: উদ্বোধনের ১০ দিনের মধ্যেই যান্ত্রিক গোলযোগ, থমকে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো চলাচল]

জাতীয় রাজনীতির মঞ্চে মমতা-অখিলেশের সখ্য নতুন নয়। এর আগেও যতবার বিজেপি বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে অ-বিজেপি দলগুলিকে জোটবদ্ধ করতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো, ততবারই তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সমাজবাদী পার্টি। উনিশের ভোটের আগেও দিল্লিতে বিরোধী মঞ্চে হাতে হাত মেলাতে দেখা গিয়েছে মমতা-সোনিয়া-অখিলেশ-মায়াবতীদের। ফলে বিজেপি বিরোধী যে কোনও লড়াইয়ে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি যে মমতার পাশেই থাকবে, সেটাই প্রত্যাশিত। তা সত্ত্বে নির্বাচনের ঠিক আগে নৈতিক সমর্থনের বার্তা দিয়ে অখিলেশ যেন সেই পাশে থাকাকেই আরও একবার নিশ্চিত করলেন।

[আরও পড়ুন: দোরগোড়ায় নির্বাচন, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কলকাতায় বৈঠকে বিজেপি নেতৃত্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement