shono
Advertisement

বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন কে?

ওর্তেগা তাঁর সমস্ত সম্পত্তি এবার নিজের মেয়ে মার্তার নামে উইল করে দিচ্ছেন৷ The post বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন কে? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:09 AM Sep 12, 2016Updated: 06:39 PM Sep 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? এতদিন এ প্রশ্নের উত্তর দেওয়া ছিল জলের মতো সোজা৷ কিন্তু সেই উত্তর এবার বদলে গিয়েছে৷ উত্তরটি পাল্টে দিয়েছেন ৮০ বছরের এক স্প্যানিশ ব্যক্তি৷ মাইক্রোসফট কর্তা বিল গেটসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা এখন জারা ফ্যাশন কোম্পানির মালিক আমানসিও ওর্তেগার মাথায়৷

Advertisement

মধ্যবিত্ত পরিবারের ছেলে ধীরুভাই আম্বানি পোশাকের ব্যবসা দিয়ে পথ চলা শুরু করেছিলেন৷ বাকিটা তো ইতিহাস৷ এই ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে খানিকটা সামঞ্জস্য রয়েছে ওর্তেগারও৷ মধ্যবিত্ত পরিবারের ছেলে ওর্তেগোর বাবা স্পেনের লা করুনাতে রেলে চাকরি করতেন৷ কিন্তু ছেলের ছোট থেকেই লক্ষ্য ছিল, বড় কিছু করার৷ শূন্য থেকে শুরু করেই আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি৷ ছোট্ট পোশাকের গ্রুপ ইন্ডিটেক্সকেই ধীরে ধীরে বিরাট কোম্পানিতে পরিণত করেন তিনি৷ এখন তাঁর পোশাক বিশ্বের বিভিন্ন ব়্যাম্প শো মাতায়৷

আন্দাজ করতে পারেন কত টাকার মালিক তিনি? জানলে চোখ কপালে উঠবে! ৭৯.৫ বিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫,৩১,৯২৫ কোটি টাকা! হিসেব করাটা বেশ কঠিন৷ সেখানে বিল গেটসের অর্থের পরিমাণ ৭৮.৫ বিলিয়ন ডলার৷ চলতি সপ্তাহে ১.৭ বিলিয়ন ডলার আয় করেই বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন আমানসিও৷

ওর্তেগা তাঁর সমস্ত সম্পত্তি এবার নিজের মেয়ে মার্তার নামে উইল করে দিচ্ছেন৷ নিজেকে কোম্পানির যোগ্য করে তুলতে জোরদার প্রশিক্ষণ নিচ্ছেন মার্তা৷ বাবার মতোই সফলভাবে কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি৷ জারা যাতে সাফল্যের শিখরেই থাকতে পারে তার জন্য সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন মার্তা৷

The post বিল গেটসকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন কে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement