shono
Advertisement

Breaking News

‘গা ঘেঁষে দাঁড়াবেন না’, কুমতলবি সহযাত্রীকে রুখতে মহিলাদের হাতিয়ার টি-শার্ট

টি-শার্ট মুভমেন্টে শামিল তসলিমা নাসরিনও৷ The post ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’, কুমতলবি সহযাত্রীকে রুখতে মহিলাদের হাতিয়ার টি-শার্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Apr 09, 2019Updated: 06:54 PM Apr 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে হবে৷ আপনি দাঁড়িয়ে রয়েছেন বাসস্টপে৷ চোখের সামনে এসে দাঁড়াল একটি ভিড়ে ঠাসা বাস৷ সামান্য থমকালেন ঠিকই কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিতে বাসে উঠে পড়লেন৷ কিন্তু সারা শরীরে অস্বস্তিকর স্পর্শে রীতিমতো নাজেহাল আপনি৷ ভিড় বাস-ট্রেনে যাতায়াত করেন আর এমন পরিস্থিতির শিকার হননি, তা বোধহয় হতেই পারে না৷ কেউ কেউ এই ঘটনার প্রতিবাদ করেন৷ আবার কেউ লজ্জার ভয়ে নিজেকে কুঁকড়ে নেন৷ এমন লাজুক মহিলাদের প্রতিবাদের হাতিয়ার তুলে দিল বাংলাদেশের একটি অনলাইন বিপণন সংস্থা৷ তৈরি হয়েছে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট৷ যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ বিপণন সংস্থার পাশে দাঁড়িয়েছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও৷

Advertisement

[ আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমারের উপর চাপ দিন, আহ্বান শেখ হাসিনার]

বাসে কুমতলবি সহযাত্রীর অশ্লীল স্পর্শও যেমন নতুন কোনও ঘটনা নয়৷ তেমনই আবার ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ স্লোগানও ওপার বাংলায় নতুন নয়৷ কারণ এর আগেও খোঁপার কাঁটায় এই স্লোগান দেখা গিয়েছিল৷ বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল সেই কাঁটা৷ হিজাবের পিনেও এমন লেখার চাহিদা ওঠে৷ তা নিয়ে এখনও কাজ চলছে৷ তবে তারই মাঝে বাজারে এসেছে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট

আপাতদৃষ্টিতে ওই টি-শার্ট দেখে চমকে যাওয়ার মতো কিছুই নেই৷ না তার ছাঁটকাটে রয়েছে কোনও নতুনত্ব কিংবা তার ডিজাইন৷ উজ্জ্বল কোনও রঙের ওই টি-শার্টে শুধু লক্ষণীয় বুকের কাছে লেখা প্রতিবাদের ভাষা৷ জিনাত নিশা এবং আরও এক তরুণীর চিন্তাভাবনার ফসল এটি৷

[ আরও পড়ুন: বিভাগীয় প্রধানের বিরুদ্ধে দুই ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় গোপালগঞ্জ]

এই টি-শার্ট গায়ে পরা মানেই যে বিকৃত মানসিকতার সহযাত্রী সংযত হয়ে যাবেন তা নয়৷ তবে তাঁদের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য বিপণন সংস্থার প্রধান জিনাত নিশার৷ তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করেন৷ আর তা নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷ অনেকেই বলছেন, অর্থ উপার্জনের জন্যই নাকি এমন একটি ইস্যুকে হাতিয়ার করেছে ওই সংস্থা৷ আবার কেউ কেউ ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্টের প্রশংসায় সরব৷ প্রশংসাকারীদের দলেই রয়েছেন তসলিমা নাসরিন৷ টি-শার্টগুলি মহিলাদের লড়াইয়ের ভাষা জোগাবে বলেই সোশ্যাল মিডিয়ায় লেখেন তিনি৷ শুধু ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’-ই যথেষ্ট নয়৷ আরও অনেক কিছুই লেখা উচিত বলেও পরামর্শ লেখিকার৷

The post ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’, কুমতলবি সহযাত্রীকে রুখতে মহিলাদের হাতিয়ার টি-শার্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement