shono
Advertisement

Breaking News

মাত্র ৫০০ টাকাতেই বিমানযাত্রার সুযোগ!

দেশের মধ্যে যে কোন জায়গায় যেতে হলে মাত্র ৫১১ টাকা খরচ করলেই মিলবে টিকিট৷ তবে কর অতিরিক্ত৷ এই ভাড়ায় দেশের মধ্যে যে কোনও জায়গায় যাওয়া যাবে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ The post মাত্র ৫০০ টাকাতেই বিমানযাত্রার সুযোগ! appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM May 17, 2016Updated: 04:58 PM May 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই, মাসকট যাওয়ার কথা ভাবছেন৷ মরুশহরের ঝাঁ চকচকে জীবনযাত্রা চাক্ষুষ করতে হলে তো বিমান ছাড়া গতি নেই৷ এবার আর হাজার হাজার টাকা নয় মাত্র শ’পাঁচেক টাকা খসালেই মিলবে আস্ত বিমানের টিকিট৷ আম আদমির কথা ভেবে এমনই সুবিধের কথা চিন্তা করেছে দেশি বিমানসংস্থা স্পাইসজেট৷

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের মধ্যে যে কোন জায়গায় যেতে হলে মাত্র ৫১১ টাকা খরচ করলেই মিলবে টিকিট৷ তবে কর অতিরিক্ত৷  এই ভাড়ায় দেশের মধ্যে যে কোনও জায়গায় যাওয়া যাবে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ এছাড়াও ব্যাঙ্কক, মাসকট বা দুবাইতেও যাওয়া যাবে অল্প খরচে৷ বিদেশে যেতে হলে কর ছাড়া খরচ করতে হবে মাত্র ২ হাজার ১১১ টাকা৷ বিদেশে যাওয়া যাবে আগামী ১ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত৷ তবে দেশে হোক বা বিদেশে যে কোন জায়গায় যেতে হলে বুকিং করতে হবে ১৭ মে থেকে ১৯ মে-র মধ্যে৷ বার্ষিক সেলের জন্য স্পাইসজেট এই সুবিধে দেবে যাত্রীদের৷

 

The post মাত্র ৫০০ টাকাতেই বিমানযাত্রার সুযোগ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement