সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দাবি করেন, করোনা মোকাবিলায় ভারত বিশ্বের অনেক দেশের তুলনায় ভাল জায়গায় আছে। কারণ ভারতের মৃত্যুহার বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভাল। কিন্তু যত দিন যাচ্ছে, দেখা যাচ্ছে মৃতের সংখ্যাটাও নিয়মিত বেড়েই চলেছে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাতে রেকর্ড করার দিকে এগোচ্ছে ভারত। পরিসংখ্যান বলছে দেশে করোনায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ হাজার ৪৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জন। এদের মধ্যে ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। তবে, দেশে এখনও ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।
[আরও পড়ুন: মাত্র তিন ঘণ্টাতেই অভিযোগের সমাধান করবে রেল, চালু নয়া পোর্টাল]
এদিকে দেশে মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৪৪ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৯ হাজার ৯৮০ জনে। যদিও এখনও স্বাস্থ্যমন্ত্রক দাবি করছে, মৃত্যুর হারে এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় ভাল জায়গায় আছে ভারত।
The post দেশে করোনায় মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ৬৩ হাজার appeared first on Sangbad Pratidin.