shono
Advertisement

Breaking News

AFC কাপে ঢাকায় বসুন্ধরার মুখোমুখি মোহনবাগান, চোট সারিয়ে ফিরছেন কামিন্স, বুমোস

আপাতত তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
Posted: 02:45 PM Nov 07, 2023Updated: 03:53 PM Nov 07, 2023

স্টাফ রিপোর্টার: ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র-করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando)। দশমীর রাতের সেই ড্র কে মেনে নিতে পারেন নি মোহনবাগান (Mohun Bagan) কোচ। তা বেশ বোঝা গিয়েছিল কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শেষে বসুন্ধরার ফুটবলার বিশ্বনাথ ঘোষের সঙ্গে ফেরান্দোর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়া দেখে। সেই বসুন্ধরার ডেরাতেই মঙ্গলবার জেসন কামিংসরা নামছেন বসুন্ধরার সামনে। এই ম্যাচ কি তাহলে কার্যত প্রতিশোধের ম্যাচ সবুজ-মেরুন ব্রিগেডের কাছে?

Advertisement

যদিও মোহনবাগান (Mohun Bagan) কোচ মুখে বলছেন অন্য কথা। প্রতিপক্ষ বসুন্ধরা সম্পর্কে বলতে গিয়ে কঠিন ম্যাচ, শক্তিশালী প্রতিপক্ষ এই ধরণের শব্দ চয়ন করছেন। তবে ওসব মুখের কথা। তাঁর মাথায় রয়েছে এই কিংস এরিনা থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকা করে ভারতে ফেরা।

[আরও পড়ুন: ভারচুয়াল নয়, সশরীরেই কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী]

আপাতত তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তার ঠিক পরের স্থানেই রয়েছে বসুন্ধরা (Basundhara Kings)। তিন ম্যাচে এখনও পর্যন্ত চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশের দলটি। ঘরের মাঠে জ্যাসন কামিংসদের হারাতে পারলেই পয়েন্টের বিচারে মোহনবাগানের সমান সমান হয়ে যাবে বসুন্ধরা। এমন অবস্থায় সবুজ-মেরুন কোচের কাছে ভালো খবর শেষ আইএসএল (ISL) ম্যাচে যে কামিংস ও হুগো বুমোস ছিলেন না, তাদের এই ম্যাচে পাচ্ছেন ফেরান্দো। সোমবার কিংস এরিনাতে পুরো দল নিয়েই অনুশীলন করালেন মোহনবাগান কোচ।

[আরও পড়ুন: ‘রবি ঠাকুরের নাম থাকলে ভালোই হতো’, বিশ্বভারতীর ফলকযুদ্ধে মন্তব্য দিলীপের]

মঙ্গলবার ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন জুয়ান ফেরান্দো। তিনি বলেন,“এএফসি কাপ (AFC Cup) আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যেমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তেমনই এই ম্যাচটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কঠিন ম্যাচ হবে জানি। তবে অবশ্যই তিন পয়েন্টের জন্যই নামব।” সঙ্গে যোগ করেন, “বসুন্ধরার বিদেশিদের সাথে দেশীয় ফুটবলাররাও ভালো খেলছে। বেশ কিছু জাতীয় দলের ফুটবলার রয়েছেন। এদেশের অন্যতম সেরা দল বসুন্ধরা।” এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই আনোয়ারের মত নির্ভরযোগ্য ফুটবলার। এই নিয়ে বলতে গিয়ে এদিন বলেন, “আনোয়ারের চোট সত্যি খারাপ খবর। ফুটবলে এমন হয়। চোট খেলারই অঙ্গ। তবে আমাদের দল যথেষ্ট শক্তিশালী। এই বাঁধা গুলোকে টপকে যাওয়ার জন্য আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের মানসিকতা তৈরি করতে হবে যাতে সব ম্যাচ জিতি।”

আজ এএফসি কাপে
মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস,
কিংস এরিনা
ম্যাচ শুরু রাত রাত ৭.৩০ থেকে
সরাসরি সম্প্রচার
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement