সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনের (Yuvabharati Krirangan) সবুজ ঘাসে নামবে মোহনবাগান (Mohun Bagan) ও বাংলাদেশের ঢাকা আবাহনী (Dhaka Abhani)। পরের এএফসি কাপের (AFC Cup Playoff 2023) প্লে-অফ পর্ব থেকে এগিয়ে পরের রাউন্ডে যেতে হলে দুই দলের কাছেই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। চলতি এএফসি কাপের গত ম্যাচে মাচিন্দ্রা এফসিকে (Machindra FC) ৩-১ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। আনোয়ার আলি (Anwar Ali) ও নবাগত বিশ্বকাপার জেসন কামিন্সের (Jason Cummings) গোলে সেই ম্যাচ জিতেছিল জুয়ান ফেরান্দোর (Juan Ferando) দল।
চলতি কলকাতা লিগ ও ডুরান্ড কাপে মোহনবাগান ভাল পারফর্ম করতে পারেনি। তবে এএফসি কাপের এই লড়াইকে ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন হল যে সমর্থকরা মাঠে যেতে পারবেন না, তাঁরা এই ৯০ মিনিটের যুদ্ধ কোন প্ল্যাটফর্ম থেকে দেখবেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা থেকে। তবে এই ম্যাচটি ভারতের কোনও টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না। শুধুমাত্র লাইভ স্ট্রিম করা হবে। মোহনবাগানের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করা হবে ম্যাচ। তবে শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য। অর্থাৎ পেজটা যারা সাবস্ক্রাইব করবেন তারাই দেখতে পাবেন ম্যাচ। আর তাই এই ম্যাচ মোহনবাগানের ফেসবুক থেকে দেখতে হলে ১৬৯ টাকা খরচ করতে হবে।
[আরও পড়ুন: মহিলা বিশ্বকাপ জয়ের আনন্দে চুমু, অবশেষে ক্ষমা চাইলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট]
গত সপ্তাহে এএফসি কাপের প্রাথমিক পর্বের ম্যাচ ঢাকা আবাহনী মালদ্বীপের ঈগলসকে ২-১ গোলে হারিয়েছে। আর এবার তাদের প্রতিপক্ষ মোহনবাগান। তবে এর আগেও দুই দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। গত বছর এএফসি কাপের একই স্তরে মুখোমুখি হয়েছিল দুই দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত সেই ম্যাচে মোহনবাগান জিতেছিল ৩-১ গোলে।
তবে ধারেভারে এবার ঢাকা আবাহনী একেবারে পিছিয়ে নেই। তারা মোহনবাগানের বিরুদ্ধে জেতার জন্য তিনজন বিদেশিকে লোনে নিয়েছে। ডুরান্ড কাপ ডার্বিতে জ্বলে উঠতে না পারলেও মোহনবাগানের বিদেশিরা জ্বলে উঠেছিলেন এএফসি কাপে। ওডিশা এফসি ইতিমধ্যেই এএফসি কাপের গ্রুপস্তর থেকে যোগ্যতাঅর্জন করে পরের রাউন্ডে চলে গেছে। দ্বিতীয় দল হিসেবে মোহনবাগান কোয়ালিফাই করতে মরিয়া।
ম্যাচ: মোহনবাগান বনাম ঢাকা আবাহনী
স্থান: যুবভারতী ক্রীড়াঙ্গন
সময়: সন্ধে ৭টা
লাইভ স্ট্রিমিং: মোহনবাগানের ফেসবুক পেজ থেকে ১৬৯ টাকা দিয়ে ম্যাচ দেখতে পাওয়া যাবে