shono
Advertisement

দাদাদের পর ফের ডার্বিতে জয়ী মোহনবাগানের জুনিয়ররা

ডার্বিতে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখল সবুজ-মেরুন শিবির। The post দাদাদের পর ফের ডার্বিতে জয়ী মোহনবাগানের জুনিয়ররা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:02 PM Jan 09, 2018Updated: 01:32 PM Jan 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একটা ডার্বি। আর ফের জয়ী মোহনবাগান। গত বছরের পর এ বছরও ডার্বির ছবিটা একইরকম রইল। নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখল শতাব্দী প্রাচীন ক্লাবই।

Advertisement

[ডোপ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পাঁচ মাস নির্বাসিত পাঠান, কবে শেষ শাস্তির মেয়াদ?]

ডিসেম্বরে আই লিগ মরশুমের প্রথম ডার্বিতে সোনি-ক্রোমারা হারিয়েছিলেন খালিদ জামিলেন ছেলেদের। কিংসলের একমাত্র গোলে ১-০ তে এসেছিল কাঙ্খিত জয়। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৮ যুব লিগেও সবুজ-মেরুন ব্রিগেডের কাছে হারল ইস্টবেঙ্গল। মঙ্গলবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে লাল হলুদকে ১-০ গোলে হারাল মোহনবাগানের খুদেরা। গোটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলে গঙ্গাপারের ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকায় গোল পেতে বিশেষ সময় লাগেনি। ১২ মিনিটেই শুভ ঘোষের একমাত্র গোলে ডার্বির রং হয় সবুজ-মেরুন। এই ম্যাচের পর এআইএফএফ অনূর্ধ্ব ১৮ যুব লিগে ১২ পয়েন্ট ঝুলিতে ভরল বাগানের যুব ব্রিগেড।

[লাস্ট বয় চার্চিলের কাছে আটকে পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল]

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বরও বারাসতে ফিরেছিল যুবভারতীর ডার্বির স্মৃতি। ফ্যাকাসে হয়েছিল লাল হলুদ সমর্থকদের মুখগুলি। কারণ সেদিন অনূর্ধ্ব ১৫ আই লিগে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়েছিল বাগানের খুদেরা। সেই প্রতিশোধ এবারও নিতে পারল না ভাইরা। উলটে দাদাদের মতোই ডার্বি জিতে সবুজ মেরুন ফ্যানদের মুখে ফের হাসি ফোটাল জুনিয়ররা।

The post দাদাদের পর ফের ডার্বিতে জয়ী মোহনবাগানের জুনিয়ররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement