shono
Advertisement

শেষ হতে চলেছে মারিয়া রূপকথা, আর্জেন্টিনার জার্সিতে অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন তারকা ফুটবলার

কাতার বিশ্বকাপের ফাইনালে গোল ছিল মারিয়ার।
Posted: 03:32 PM Sep 08, 2023Updated: 07:45 PM Sep 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুট জোড়া তুলে রাখার সময় জানিয়ে দিলেন আর্জেন্টিনার (Argentina) চ্যাম্পিয়ন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। ২০২৪ সালের কোপা আমেরিকার (Copa America) পরে ডি মারিয়াকে দেশের জার্সিতে আর খেলতে দেখা যাবে না। ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক ঘটেছিল মারিয়ার। নীল-সাদা জার্সিতে ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৫ বছর বয়সি মারিয়া আর্জেন্টিনার হয়ে ২৯টি গোল করেন।

Advertisement

নীল-সাদা জার্সিতে দীর্ঘসময় খেলেছেন ডি মারিয়া। চারটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২২ সালে এসে বিশ্বজয় করেন মারিয়া। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে গোল করেন এই বাঁ পায়ের উইঙ্গার। মারিয়ার নামের পাশে আরও একটি রেকর্ডও রয়েছে। বড় বড় ফাইনালে গোল করেন তিনি।

[আরও পড়ুন: খুব দ্রুত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হবে! বড় মন্তব্য করলেন বোর্ড সভাপতি রজার বিনি]

বড় মঞ্চের খেলোয়াড় মারিয়া। ২০০৮ অলিম্পিক গেমসের ফাইনালে গোল ছিল তাঁর। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে মারিয়ার গোলেই জিতেছিল আর্জেন্টিনা। ফাইনালিসিমা-তেও মারিয়ার নাম ছিল স্কোরলাইনে। ২০২৩ সালে বেনফিকায় ফিরে গিয়েছেন এই উইঙ্গার। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩-১৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে। ফ্রান্সের ক্লাবের হয়ে পাঁচ বার লিগ খেতাব জেতেন তিনি। ২০২৪ সালের কোপা আমেরিকা হবে পরের বছরের জুনে। শেষটাও রাঙিয়ে দিয়ে যেতে চাইবেন মারিয়া। 

[আরও পড়ুন: অমিতাভের পর শচীনের হাতে ‘গোল্ডেন টিকিট’ তুলে দিল বিসিসিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement