সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে কার্যত থাবা বসিয়েছে করোনা ভাইরাস। দ্রুত হারে ছড়িয়ে পড়ছে মারণ ভাইরাস। সংক্রমণের জেরে ত্রাহি ত্রাহি রব সর্বত্র। বিশ্বের একাধিক দেশে ১ লক্ষেরও মানুষ আক্রান্ত। বাদ যাননি রাজনীতি থেকে বিনোদন জগতের বিশিষ্টরাও। করোনার থাবা পড়েছে ক্রীড়াজগতেও। এবার করোনায় আক্রান্ত হলেন ইংল্যান্ডের ফুটবল ক্লাব আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতা (Mikel Arteta)। যার জেরে শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটনের সঙ্গে দলের খেলায় পিছিয়ে দেওয়া হয়েছে।
দলের ম্যানেজার খোদ মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে শিরে সংক্রান্তি ক্লাবের। আর্তেতার সংস্পর্শে আসা ক্লাবের প্রত্যেক সদস্য, ফুটবলার, গ্রাউন্ড স্টাফকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনিং গ্রাউন্ড, জিম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্সেনাল (Arsenal)। এদিকে, আজ, শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League) কর্তৃপক্ষ একটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানে লিগের প্রত্যেক ক্লাবকে ডাকা হয়েছে। এই বৈঠকে লিগের বাকি ম্যাচগুলির ভবিষ্যত কী তা নির্ধারিত হবে বলেই আশা ব্রিটিশ ফুটবল মহলের।
[আরও পড়ুন: করোনা আতঙ্কের জেরে দর্শকশূন্য স্টেডিয়ামে ইস্ট-মোহন ডার্বি! অনিশ্চিত আইপিএলও]
জানা গিয়েছে, মাত্র ৩৭ বছরের আর্তেতা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ক্লাবের আকাশে আশঙ্কার মেঘ জমেছে। এমনিতেই চলত মরশুমের শুরুতে পরপর হারের জেরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর্সেনাল। তারপর আগের ম্যানেজারকে ছেঁটে আর্তেতার উপর দায়িত্ব দেয় ক্লাব। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল আর্সেনাল। কিন্তু আচমকা আর্তেতার আক্রান্ত হওয়ার খবরে নিরাশ ক্লাবকর্তা-সমর্থকরা। হতাশ আর্তেতা নিজেও। প্রসঙ্গত, গত বুধবারই ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে তাদের প্রিমিয়ার লিগের ম্যাচ সাবধানতা অবলম্বনের জেরে স্থগিত হয়ে যায়। কিন্তু তখনও বোঝা যায়নি পরিস্থিতি এতটা উদ্বেগজনক হতে চলেছে।
The post করোনায় আক্রান্ত আর্সেনালের ম্যানেজার, প্রিমিয়ার লিগে ক্লাবের সব ম্যাচ স্থগিত appeared first on Sangbad Pratidin.